Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ ফাইনাল ২০২৩: কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে...

এশিয়া কাপ ফাইনাল ২০২৩: কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গেলে কী হবে

প্রকাশিত

এশিয়া কাপের পিছু ছাড়ছে না বৃষ্টি। সুপার ফোর পর্ব জুড়ে কলম্বোর আকাশ ছিল মেঘলা। বৃষ্টিতে ভেস্তেও গিয়েছে ম্যাচ। রবিবার, আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচের দিনেও আবহাওয়ার পূর্বাভাস খুব একটা আলাদা নয়।

এ দিনের সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুযায়ী, বিকেল ও সন্ধ্যা পর্যন্ত বজ্রপাত-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচের মতোই ফাইনালেও রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ, কোনো ভাবে যদি রবিবারের ম্যাচে বিঘ্ন ঘটে, তা হলে পরদিন (সোমবার) ফের খেলবে ভারত-শ্রীলঙ্কা। এ দিন খেলা শুরু শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল ৩টে, ভারতীয় সময়ও বিকেল ৩টে।

বলে রাখা ভালো, ভারত ও শ্রীলঙ্কা উভয়েই সুপার ফোর পর্বে চার পয়েন্ট করে নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে শ্রীলঙ্কার চেয়ে রান রেট বেশি থাকায় ভারত পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলে রেখেছে।

অন্য দিকে, সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করলেও সেখান থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তান ও বাংলাদেশকে। তারা ওই পর্ব থেকেই বাদ পড়েছে।

এক নজরে কলম্বোর আবহাওয়া

সকাল

তাপমাত্রা: ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আকাশ: মেঘলা।

বৃষ্টি: এলাকার কিছু অংশে সকাল সকাল বজ্রপাত-সহ বৃষ্টি হয়েছে। তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩.৮ মিলিমিটার।

ঝড়ো হাওয়া: আজ সকালে এলাকার কিছু অংশে জোরে হাওয়া। গতিবেগ ৩৭ কিমি প্রতি ঘণ্টা।

বিকেল

তাপমাত্রা: ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আকাশ: মেঘলা।

বৃষ্টি: এলাকার কিছু অংশে বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা (৯০ শতাংশ)। ১২.২ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়া:জোরে হাওয়া বইতে পারে। গতিবেগ হতে পারে ৩৭ কিমি প্রতি ঘণ্টা।

আর্দ্রতা: ৭৭ শতাংশ।

সন্ধ্যা

তাপমাত্রা: ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আকাশ: মেঘলা।

বৃষ্টি: বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা (৯০ শতাংশ)। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭.৩ মিলিমিটার।

ঝড়ো হাওয়া:জোরে হাওয়া বইতে পারে। গতিবেগ হতে পারে ২৬ কিমি প্রতি ঘণ্টা।

আর্দ্রতা: ৮৬ শতাংশ

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ওয়ান ডে ম্যাচে দুই দল অন্তত ২০ ওভার করে না ব্যাট করতে পারলে ম্যাচ বাতিল ঘোষিত হয়। তবে এশিয়া কাপের সিংহভাগ ম্যাচে রিজার্ভ ডে না থাকলেও, ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের মতো ফাইনালেও রয়েছে রিজার্ভ ডে।

অর্থাৎ রবিবার, দুই দল অন্তত ২০ ওভার না ব্যাট করতে পারলে, ম্যাচ যেখানে থামবে, সোমবার সেখান থেকেই আবার শুরু হবে। যদি সোমবারও বৃষ্টির জেরে খেলা সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে ভারত ও শ্রীলঙ্কা, উভয় দলকেই যুগ্ম বিজেতা হিসাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে এই ৫টি গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা, না করলে আর্থিক লোকসান

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...