৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে এই ৫টি গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা, না করলে আর্থিক লোকসান

0
currency notes

চলতি সেপ্টেম্বর মাস শেষ হতে বাকি আর কয়েকটা দিন। এ মাসে রয়েছে বেশ কিছু আর্থিক কাজের শেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যেই টাকাপয়সা সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই কাজগুলি সেরে ফেলা উচিত। নইলে পরবর্তীতে জটিলতা বাড়তে পারে। এখানে দেখে নিন, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে কোন পাঁচ‌টি কাজ আপনাকে সম্পন্ন করতে হবে।

আধার জমা করা

স্বল্প সঞ্চয় প্রকল্পে আধার নম্বর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। পোস্ট অফিস, ব্যাঙ্ক অথবা ব্যাঙ্ক নয় এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আধার জমা করতে হবে। নইলে ওই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে টাকা তোলা যাবে না, সুদের টাকাও পাবেন না গ্রাহক।

এসবিআই স্পেশাল এফডি

প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই-এর উইকেয়ার স্পেশাল ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের শেষ দিন ৩০ সেপ্টেম্বর, ২০২৩। শুধু মাত্র প্রবীণ নাগরিকেরাই এই এফডি-তে বিনিয়োগ করতে পারবেন। এসবিআই উইকেয়ার ৭.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।

আইডিবিআই অমৃত মহোৎসব এফডি

৩৭৫ দিনের এই বিশেষ মেয়াদি আমানতে সাধারণ, এনআরআই এবং এনআরও-দের জন্য ৭.১০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিক হলে সুদের হার ৭.৬০ শতাংশ। ৪৪৪ দিনের প্রকল্পে সাধারণের জন্য সুদের হার ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬৫ শতাংশ।

ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ডে নমিনি

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডিম্যাট এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে নমিনি মনোনয়ন করতে হবে। নইলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এমনকী যাঁরা নমিনি করতে চান না, তাঁদের জন্য একটি বিকল্প ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলিকে ফ্রিজ হওয়ার হাত থেকে রক্ষা করতে একটি আবেদনপত্র জমা দিতে হবে।

২০০০ টাকার নোট পরিবর্তন

২ হাজার টাকার নোট নিয়ে একটি বড়ো পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ‘গোলাপি নোট’। গত ২৩ মে থেকে ব্যাঙ্কে গিয়ে এই নোট বদল করা যাচ্ছে। এছাড়াও নিজের কাছে থাকা ২ হাজার টাকার নোট নিজের অ্যাকাউন্টে ফেলতে পারেন। এটিএম কর্নারে টাকা ডিপোজিটের মেশিনে আগের নিয়ম মতোই ২ হাজার টাকার নোট জমা করা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যাবে। ওই সময় পর্যন্ত এই আইনত ব্যবহার করা যাবে ২ হাজার টাকার নোট।

আরও পড়ুন: বিশ্বের সেরা সংস্থাগুলির তালিকা প্রকাশ, টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০-তে শুধুমাত্র একটি ভারতীয় সংস্থা

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.