Homeখেলাধুলোক্রিকেটঅভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

৩৬.৪ ওভার বাকি থাকতেই জয় করায়ত্ত করেন মার্শরা।

প্রকাশিত

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান এলিস ২-২১)

অস্ট্রেলিয়া: ১২৬-৬ (১৩.৩ ওভার) (মিচেল মার্শ ৪৬, ট্র্যাভিস হেড ২৮, বরুণ চক্রবর্তী ২-২৩, জসপ্রীত বুমরাহ ২-২৬)

খবর অনলাইন ডেস্ক: খেল দেখালেন একমাত্র তিনিই। দল মোট যা রান করল, তার ৫৪ শতাংশই এল তাঁর ব্যাট থেকে। দলের ১২টা চারের মধ্যে ৮টাই এল তাঁর ব্যাট থেকে। আর ৩টে ছয়ের মধ্যে ২টোই তাঁর। কিন্তু একার পক্ষে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়া কি সম্ভব? এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, অন্য প্রান্তে একজন বাদে বাকি সব ব্যাটার প্যাভিলিয়নে ফেরার জন্য ব্যস্ত। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারেই শেষ হয়ে গেল দলের ইনিংস। ১২৫ রানে ফিরে গেলেন সবাই। এর মধ্যে তাঁরই অবদান ৬৮। জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলতে প্রতিপক্ষ খোয়াল ৬ উইকেট। ফলে তারা জিতল ৪ উইকেটে। এতক্ষণ যাঁর কথা বলা হল তিনি অভিষেক শর্মা।

শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ক্রিকেটের আসর বসেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মেঘলা আবহাওয়ায় টসে জিতে স্বাভাবিকভাবেই শুভমনদের ব্যাট করতে পাঠান মিচেল মার্শ। দলের ২০ রানে শুভমন গিলের আউটের মধ্য দিয়ে উইকেট পড়ার শুরু। তার নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। ষষ্ঠ উইকেটে ৫৬ রান ছাড়া বড়ো কোনো জুটিই তৈরি হল না। অভিষেক (৩৭ বলে ৬৮ রান) ছাড়া দু’অঙ্কের রানে পৌঁছোলেন হর্ষিত রানা (৩৩ বলে ৩৫ রান)। বাকিরা সবাই এক অঙ্কে। চারজন তো রানের খাতাই খুলতে পারলেন না। উইকেটগুলো ভাগ করে নিলেন জোশ হ্যাজলউড, নাথান এলিস, জ্যাভিয়ের বার্টলেট আর মার্কাস স্টয়নিস।

অভিষেকের লড়াই ব্যর্থ হল। ছবি ‘X’ থেকে নেওয়া।

৩৬.৪ ওভার বাকি থাকতে এল জয়

জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া যে ছ’উইকেট হারাবে, তা তাদের অতি বড়ো শত্রুও ভাবতে পারেনি। বেশ ভালোই শুরু করেছিল তারা। মিচেল মার্শ আর ট্র্যাভিস হেড ৪.৩ ওভারে তুলে ফেলেন ৫১ রান। তখন মনে হচ্ছিল, খুব সহজেই জিতে যাবেন মার্শরা। ১৫ বলে ২৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে তিলক বর্মাকে ক্যাচ দিয়ে হেড বিদায় নিতে মার্শের সঙ্গী হন জোশ ইংলিস। তাঁরা স্কোর নিয়ে যান ৮৭-তে। কিন্তু অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট পড়ে যায় ৩৭ রানে। তবে রান ওঠার গতি কমেনি। ৩৬.৪ ওভার বাকি থাকতেই জয় করায়ত্ত করেন মার্শরা। মার্শ নিজে করেন ২৬ বলে ৪৬ রান। ১৩ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন জোশ হ্যাজলউড।

আরও পড়ুন

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...