নামিবিয়া: ৭২ (১৭ ওভারে) (গেরহার্ড এরাসমুস ৩৬, অ্যাডাম জাম্পা ৪-১২, মার্কাস স্টয়নিস ২-৯, জোশ হ্যাজেলউড ২-১৮)
অস্ট্রেলিয়া: ৭৪-১ (৫.৪ ওভারে) (ট্র্যাভিস হেড ৩৪ নট আউট, ডেভিড ওয়ার্নার ২০, ডেভিড উইসে ১-১৫)
খবর অনলাইন ডেস্ক: একপেশে খেলায় নামিবিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। টি২০ বিশ্বকাপের ২৫তম অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারল না নামিবিয়া। মাত্র ১২ রানে ৪ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অ্যাডাম জাম্পা।
এ দিনের ম্যাচের পর গ্রুপ ‘বি’ থেকে ‘সুপার ৮ রাউন্ড’-এ জায়গা করে নিল অস্ট্রেলিয়া। ৩টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াই এখন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। ৩ ম্যাচ থেকে স্কটল্যান্ডের সংগ্রহ ৫ পয়েন্ট। তাদের খেলা বাকি অস্ট্রেলিয়ার সঙ্গে। আর ইংল্যান্ডের সংগ্রহ আপাতত ১ পয়েন্ট। তাদের খেলা বাকি ওমান এবং নামিবিয়ার সঙ্গে। স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়, আর ইংল্যান্ড যদি বাকি দুটি খেলায় জিততে পারে, তা হলে নেট রানরেটে বিচার হবে কে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাবে – স্কটল্যান্ড না ইংল্যান্ড।
৭২-এই শেষ নামিবিয়া
বুধবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায়) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস এবং জোশ হ্যাজলউডের বোলিং-এর মোকাবিলাই করতে পারলেন না নামিবিয়ার ব্যাটাররা। ১৭ ওভারে ৭২ রান করে অল আউট হয়ে যায় তারা। দলের নিয়মিত উইকেটের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ খাড়া করার চেষ্টা করেন অধিনায়ক গেরহার্ড এরাসমুস। তিনি ৪৩ বলে ৩৬ রান করেন। অ্যাডাম জাম্পার বিধ্বংসী বোলিং-এর পাশাপাশি কেরামতি দেখান মার্কাস স্টয়নিস (৯ রানে ২ উইকেট) এবং জোশ হ্যাজেলউড (১৮ রানে ২ উইকেট)।
বাকি কাজ সারলেন হেড আর মার্শ
জয়ের জন্য দরকার ছিল ৭৩ রান। ১৪.২ ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়া জয়ে পৌঁছে যায়। ৫.৪ ওভারে তারা করে ১ উইকেটে ৭৪ রান। দলের ২১ রানের মাথায় ডেভিড উইসের বলে রুবেন ট্রাম্পেলমানকে ক্যাচ দিয়ে ডেভিড ওয়ার্নার প্যাভিলিয়নে ফিরে যান। ২১ রানের মধ্যে ২০ রানই ছিল ওয়ার্নারের। ৮ বলে ১টি ছয় আর ৩টি চার মেরে বিদায় নেন তিনি। বাকি কাজটা সেরে ফেলেন আর-এক ওপেনার ট্র্যাভিস হেড এবং অধিনায়ক মিশেল মার্শ। হেড ১৭ বলে ৩৪ রান করে এবং মার্শ ৯ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড, পয়েন্ট ভাগাভাগি