
খবর অনলাইন ডেস্ক: প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। একটা বলও খেলা হল না। ফ্লোরিডার লডারহিল ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধে সাড়ে ৭টায় (ভারতীয় সময় বুধবার ভোর ৫টা) খেলা শুরু হওয়ার কথা ছিল। অন্তত ৫ ওভারের ম্যাচ করতে হলেও রাত পৌনে ১১টার মধ্যে খেলা শুরু হওয়ার দরকার ছিল। কিন্তু অবিরাম বৃষ্টিতে ম্যাচ শুরু করা গেল না। আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেন।
এই ম্যাচের পরে এই প্রথম পয়েন্ট পেল শ্রীলঙ্কা আর নেপাল। শ্রীলঙ্কার ৩টে ম্যাচ থেকে ১ পয়েন্ট এবং নেপালের ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট। গ্রুপ ‘ডি’ থেকে শ্রীলঙ্কার এদের ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খাতায় কলমে নেপালের থাকলেও তারও সম্ভাবনা খুব কম।
এই গ্রুপ থেকে ‘সুপার ৮ রাউন্ড’-এ ইতিমধ্যেই চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা ৩টি ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশ আর নেদারল্যান্ডস উভয়েই ২টি ম্যাচ থেকে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। তবে নেট রানরেটের হিসাবে বাংলাদেশ রয়েছে দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কানাডাকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় পেল পাকিস্তান