Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ মহিলা ক্রিকেট: বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

কলম্বোয় বৃষ্টি। ছবি Sri Lanka Cricket 'X' থেকে নেওয়া।

কলম্বো: মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপের পঞ্চম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। কলম্বোর এস প্রেমদাস স্টেডিয়ামে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল ঘরের দল শ্রীলঙ্কার। বিশ্বকাপের লিগ স্টেজে যে হেতু অতিরিক্ত দিনের ব্যবস্থা নেই, সে হেতু পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল দুটি দলের মধ্যে। ২টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া রইল শীর্ষ স্থানে। আর শ্রীলঙ্কা ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল।

কলম্বোয় শুক্রবার আবহাওয়া খুব একটা খারাপ ছিল না। এমনকি, শনিবার দুটি দল যখন টস করতে যায়, তখনও মনে হয়নি বৃষ্টি ম্যাচ ভেস্তে দেবে। কিন্তু এর পরেই বৃষ্টি নামে এবং ক্রমশ তার জোর বাড়তে থাকে। পুরো মাঠ কভার করা থাকলেও আড়াই ঘণ্টা প্রবল বৃষ্টির দরুন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ারেরা।

নিজেদের প্রথম ম্যাচে একেবারে বিপরীত ফল নিয়ে শনিবার মুখোমুখি হতে চলেছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ইনদওরে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা গুয়াহাটিতে তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হেরেছিল।

শ্রীলঙ্কা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১১ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে। আর অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ ৮ অক্টোবর এই কলম্বোতেই পাকিস্তানের বিরুদ্ধে। পরের দিনই তারা বিশাখাপত্তনমে ভারতের মুখোমুখি হবে। কাল রবিবার এই কলম্বোতেই ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে।

পয়েন্টস টেবিলে কে কোথায়

২টি ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। আর ২টি ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা উঠে এল পঞ্চম স্থানে। ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারত, ৩টি দেশই ১টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু নেট রান রেটের হিসাবে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারত রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে। পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা কোনো পয়েন্ট না পেয়ে নেট রান রেটের হিসাবে রয়েছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে।         

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২১তম ওভারে ৬৯ রানে প্রোটিয়াদের ইনিংস শেষ, ইংল্যান্ড জিতল ১০ উইকেটে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: প্রথম ওভারেই জোড়া ধাক্কা মারুফার, অভিষেক ম্যাচে অর্ধশত রুবিয়ার, পাকিস্তানকে সহজেই হারাল বাংলাদেশ

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ব্যর্থ ডিভাইন, গার্ডনারের শতরানই অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিল কিউয়িদের বিরুদ্ধে

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ব্যাটে-বলে দীপ্তির খেল, সঙ্গী অমনজোত-স্নেহা, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত     


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version