Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ   

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ   

প্রকাশিত

আফগানিস্তান: ১৫৬ (৩৭.২ ওভার) (রহমানুল্লাহ গুরবাজ ৪৭, মেহিদি হাসান মির্জা ৩-২৫, শাকিব আল হাসান ৩-৩০)

বাংলাদেশ: ১৫৮-৪ (৩৪.৪ ওভারে) (নজমুল হোসেন শান্ত ৫৯ নট আউট, মেহিদি হাসান মির্জা ৫৭, আজমাতুল্লাহ ওমরজাই ১-৯)

ধরমশালা (হিমাচল প্রদেশ): শাকিব আল হাসানের ৩ উইকেট আর ব্যাটে-বলে মেহিদি হাসান মিরাজের দারুণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারাল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৩৭.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য প্রয়োজনীয় রান বাংলাদেশ তুলে নেয় ৩৪.৪ ওভারে। ৪ উইকেটে তারা তোলে ১৫৮ রান।

শনিবার ধরমশালায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান প্রথম উইকেটের জুটিতে করেন ৪৭ রান। শাকিবের বলে জাদরান আউট হতে গুরবাজের সঙ্গী হন রহমত শাহ। একসময় আফগানিস্তানের রান ছিল ১ উইকেটে ৮৩। সেই আফগানিস্তান ১৫৬-য় সব উইকেটে হারায়। দলের ৮৩ রানে রহমত আউট হন। রহমতও শাকিবের শিকার।

এর পর গুরবাজের সঙ্গী হন হশমাতুল্লাহ শহিদি। দলের ১১২ রানে মেহিদি হাসান মিরাজের বলে আউট হন শহিদি। ওই একই রানে মুস্তাফিজুর রহমানের বলে গুরবাজ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তান। তাদের বাকি ৬ উইকেট পড়ে যায় মাত্র ৪৪ রানে।

জয়ের জন্য প্রয়োজনীয় রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ১৯ রানে ওপেনিং ব্যাটার তানজিদ হাসানকে হারায়। দলের স্কোরে মাত্র ৮ রান যোগ হতেই লিটন দাস আউট হন। এ বার দলের হাল ধরেন মেহিদি হাসান মিরাজ ও নজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ ধরেন ৯৭ রান। দলের ১২৪ রানে মিরাজ আউট হতে নামেন শাকিব আল হাসান। দলের ১৪৬ রানে শাকিব আউট হন ব্যক্তিগত ১৪ রানে। শান্তর সঙ্গী হন মুসফিকুর রহিম। দু’জনে নট আউট থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শান্ত করেন ৫৯ রান, মুসফিকুর ২ রান। মেহিদি হাসান মিরাজ ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: হারের বদলা, উদ্বোধনী ম্যাচে ‘চ্যাম্পিয়ন’ ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল ‘রানার্স’ নিউজিল্যান্ড

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।