Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: হারের বদলা, উদ্বোধনী ম্যাচে ‘চ্যাম্পিয়ন’ ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল...

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: হারের বদলা, উদ্বোধনী ম্যাচে ‘চ্যাম্পিয়ন’ ইংল্যান্ডকে ৯ উইকেটে হারাল ‘রানার্স’ নিউজিল্যান্ড

প্রকাশিত

ইংল্যান্ড: ২৮২-৯ (জো রুট ৭৭, জোস বাটলার ৪৩, ম্যাট হেনরি ৩-৪৮, গ্লেন ফিলিপস ২-১৭)

নিউজিল্যান্ড: ২৮৩-১ (৩৬.২ ওভার) (ডেভন কনওয়ে ১৫২ নট আউট, রাচিন রবীন্দ্র ১২৩ নট আউট, স্যাম কুরান ১-৪৭)

অমদাবাদ: অবিশ্বাস্য জয়। দুর্ধর্ষ জয়। দুটি পরাজয়ের প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে এই নিউজিল্যান্ডকেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। আর গত সেপ্টেম্বরে ইংল্যান্ড ঘরের মাটিতে চার ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে ৩-১ ম্যাচে হারায়। সেই দুটি হারের বদলা নিল কিউয়িরা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।

অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ৯ উইকেটে ২৮২। জো রুট এবং কিছুটা জোস বাটলার ছাড়া কেউই কিউয়ি বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি। তবে একটা ব্যাপার। ২৮২ রান করার পথে ইংল্যান্ডের ব্যাটাররা অজ্ঞাতেই একটা কাণ্ড করে ফেললেন। ১ থেকে ১১ নম্বর, সব ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছোলেন। কেউ এক অঙ্কের রানে আউট হননি, শূন্য করা তো দূরের কথা।

নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র যে কত সহজে জয়ের জন্য ২৮২ রান তুলে ফেললেন তা ভাবা যায় না। মাত্র ১০ রানে প্রথম উইকেট হারানোর পর কনওয়ের সঙ্গী হন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। ১৩.৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। দু’ জনেই সেঞ্চুরি করে নট আউট থাকেন। ইংল্যান্ডের বোলারদের নিয়ে দুই কিউয়ি ব্যাটার রীতিমতো ছেলেখেলা করলেন। উল্লেখ্য, রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকরের নাম মিলিয়ের রবীন্দ্রর বাবা-মা ছেলের নাম রাখেন রাচিন।

নিয়মিত উইকেট পড়ল ইংল্যান্ডের   

টসে জিতে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় গত বারের রানার্স নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড করে ৯ উইকেট ২৮২। প্রথম উইকেট এবং পঞ্চম উইকেটের জুটি ছাড়া কোনো উইকেটেই তেমন বড়ো রান ওঠেনি। জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেন করতে নামেন ডাউইড মলন। প্রথম উইকেটের জুটিতে ৪০ রান ওঠার পর আউট হন মলন। এর পর নিয়মিত ব্যবধানেই উইকেট পড়তে থাকে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ে যথাক্রমে ৬৪, ৯৪ ও ১১৮ রানে।

পঞ্চম উইকেটে জুটি বাঁধেন জো রুট ও জোস বাটলার। তাঁরা যোগ করেন ৭০ রান। ম্যাট হেনরির বলে ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে নিজস্ব ৪৩ রানে আউট হন বাটলার। এর পর আবার উইকেট পড়তে শুরু করে। ইতিমধ্যে ৭৭ রান করে রুট আউট হন দলের ২২৯ রানে। তাঁকে গ্লেন ফিলিপস সরাসরি বোল্ড করেন। ২৫২ রানে নবম উইকেট পড়ার পর দলের রান যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আদিল রশিদ এবং মার্ক উড। শেষ ২৬ বলে তাঁরা যোগ করেন ৩০ রান। রসিদ ১৫ রানে এবং উড ১৩ রানে নট আউট থাকেন।

কনওয়ে ও রবীন্দ্রের দুরন্ত ব্যাটিং

জয়ের জন্য ২৮৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় কিউয়িরা। অন্যতম ওপেনার উইল ইয়ং খাতা খোলার আগেই আউট হয়ে যান। স্যাম কুরানের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। দলের রান তখন ১০। কিন্তু এর পর দুই কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র যে ভাবে ইংল্যান্ডের বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন তা অবিশ্বাস্য।

কনওয়ে ও রবীন্দ্রের জুটি ৫০ রানে পৌঁছোল ৬.৫ ওভারে। সপ্তম ওভারে এই জুটি করল ১৭ রান। দু’ জনে সমান তালে খেলে যেতে লাগলেন। একেবারে স্বচ্ছন্দ ব্যাটিং। দ্বাদশ ওভারের পঞ্চম বলে মইন আলিকে ছয় মেরে রবীন্দ্র পৌঁছে গেলেন ৫০-এ্রর ঘরে। তাঁর রান দাঁড়াল ৫৩। পিছিয়ে থাকলেন না কনওয়েও। পরের ওভারে চতুর্থ বলে আদিল রশিদকে চার মেরে ৫০-এ পৌঁছোলেন তিনি। দলের ১০০ রান এসে গিয়েছে তার আগেই। ওই ওভারের প্রথম বলে ১ রান নিয়ে দলের রান ১০০-য় পৌঁছে দেন কনওয়ে।

১৩.৪ ওভারে মইন আলির বলে ১ রান নিয়ে নিজেদের জুটির ১০০ রান পূর্ণ করেন রবীন্দ্র। তুখোড় ব্যাটিং প্রদর্শনী চালিয়ে যেতে থাকেন দুই ব্যাটার। ২০তম ওভারের শেষ বলে আদিল রশিদকে ছয় মেরে দলের ১৫০ রান পূর্ণ করেন কনওয়ে। এর পর আসে কে আগে শতরান করবেন তার প্রতিযোগিতা। ২৭তম ওভারের প্রথম বলে মার্ক উডের বল লেগের দিকে ঠেলে নিজের ১০০ রানে পৌঁছে যান ডেভন কনওয়ে। ওই ওভারেরই পঞ্চম বলে ২০০ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। এর পর রবীন্দ্রের শতরান। ৩১তম ওভারের চতুর্থ বলে লিভিংস্টোনের বল লেগে ঠেলে ১ রান নিয়ে ১০০ করেন তিনি।

শেষ পর্যন্ত এই জুটি অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ে পৌঁছে দেন। ৩৭.২ ওভারে মইন আলিকে ১ রান নিয়ে দলকে জেতান রবীন্দ্র। ১২১ বলে ১৫২ রান করে নট আউট থাকেন ডেভন কনওয়ে এবং ৯৬ বলে ১২৩ রান করে নট আউট থাকেন রাচিন রবীন্দ্র। অলরাউন্ডার রবীন্দ্র ইংল্যান্ডের ১টা উইকেটও নেন। তাঁকেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’

খবর অনলাইন ডেস্ক: মহম্মদ শামি – ভারতের এখনকার ক্রিকেটে এক উল্লেখযোগ্য নাম। শুধু ভারত...

সমস্ত গুজবের অবসান, হার্দিক বললেন ‘আমি আর নাতাসা অনেক চেষ্টা করলাম…’

খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর...

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?