Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসকে হারিয়ে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াইয়ে থাকল...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেদারল্যান্ডসকে হারিয়ে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াইয়ে থাকল বাংলাদেশ  

প্রকাশিত

বাংলাদেশ: ১৫৯-৫ (শাকিব আল হাসান ৬৪ নট আউট, তানজিদ হাসান ৩৫, পল ফান মিকেরেন ২-১৫, আরিয়ান দত্ত ২-১৭)

নেদারল্যান্ডস: ১৩৪-৮ (সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট ৩৩, বিক্রমজিৎ সিং ২৬, রিশাদ হোসেন ৩-৩৩, তাসকিন আহমেদ ২-৩০)

খবর অনলাইন ডেস্ক: ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে এ দিনের ম্যাচটা জেতা খুব দরকার ছিল বাংলাদেশের। সেই জয় তারা পেল। বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টে কিংসটাউনের আর্নোস ভেল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারাল বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে করে ৫ উইকেটে ১৫৯ রান। জবাবে নেদারল্যান্ডস গুটিয়ে যায় ১৩৪ রানে। বাংলাদেশের শাকিব আল হাসান ৪৬ বলে ৬৪ রান করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন।

গ্রুপ ‘ডি’র অবস্থা  

গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ‘সুপার ৮ রাউন্ড’-এ পৌঁছে গিয়েছে। ৩টি ম্যাচ জিতে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের খেলা বাকি নেপালের সঙ্গে। বাংলাদেশ ৩টি ম্যাচ থেকে পেয়েছে ৪ পয়েন্ট। তাদেরও খেলা বাকি নেপালের সঙ্গে। আর নেদারল্যান্ডস ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তাদের শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা যদি জিতে যায় তা হলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৪। আর নেপালের কাছে বাংলাদেশ হেরে যাবে, এটা ভাবা কষ্টকর। যদি হারেও তা হলে নেট রানরেটের হিসাবে বিচার হবে কে ‘সুপার ৮ রাউন্ড’-এ যাবে। তবে এ ব্যাপারে নিঃসন্দেহে এগিয়ে বাংলাদেশ।

শাকিবকে পাওয়া গেল পুরোনো ফর্মে

বৃহস্পতিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৫৯ রান। ২৩ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় বাংলাদেশ একটু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে। শান্ত ও লিটনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নেদারল্যান্ডসের ভারতীয় বোলার আরিয়ান দত্ত। তিনি ১৫ রানে ২টি উইকেট পান। ২৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশের অপরাজিত ওপেনার তানজিদ হাসানের সঙ্গী হন শাকিব আল হাসান। এবারের টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টে শাকিবকে একেবারেই ফর্মে পাওয়া যায়নি। এদিন তিনি নিজমূর্তি ধরেন। দুই হাসান দলের তৃতীয় উইকেটে যোগ করেন ৪৮ রান।

দলের ৭১ রানের মাথায় তানজিদকে তুলে নেন পল ফান মিকেরেন। এবার শাকিবের সঙ্গী হন তাওহিদ হৃদয়। এই জুটি দলের স্কোরের সঙ্গে ১৮ রান যোগ করার পরে ভেঙে যায়। টিম প্রিঙ্গলের বলে বোল্ড হয়ে তানজিদ ফিরে যান। ের পর ক্রিজে আসেন মাহমদুল্লা। শাকিব-মাহমদুল্লা জুটি যোগ করে ৪১ রান। ২১ বলে ২৫ রান করে মিকেরেনের বলে এঙ্গেলব্রেশ্‌টকে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদুল্লাহ। বাংলাদেশ শেষ ১৫ বলে যোগ করে ২৯ রান। শাকিব ৪৬ বলে ৬৪ রান এবং জাকের আলি ৭ বলে ১৪ রান করে নট আউট থাকেন। শাকিবের ৬৪ রানে ছিল ৯টা চার।

ডাচদের তৃতীয় উইকেট পড়ার পর ম্যাচ ঘুরে গেল

জয়ের লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে যেভাবে ব্যাটিং করছিল নেদারল্যান্ডস তাতে বাংলাদেশের সমর্থকেরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়ার লড়াইয়ে থাকতে হলে এদিনের জয়টা খুব দরকার ছিল। কিন্তু ডাচদের ব্যাটিং ক্রমশই বাংলাদেশের কাছে পরিস্থিতি ঘোরালো করে তুলছিল। একসময় ডাচরা পৌঁছে গিয়েছিল ৩ উইকেটে ১১১ রানে, ১৪.৩ ওভারে। জয়ের জন্য তখন বাকি ছিল ৪৯ রান, হাতে ৩৩ বল। সমীকরণটা টি২০ ম্যাচের পক্ষে কঠিন কিছু নয়। মূলত সিব্রান্ড এঙ্গেলব্রেশ্‌ট ও বিক্রমজিৎ সিং এবং কিছুটা মাইকেল লেভিট ও মাক্স ও’ডাওডের ব্যাটিং-এর সুবাদে নেদারল্যান্ডস এই জায়গায় পৌঁছোয়।

কিন্তু এর পরেই ঘুরে গেল ম্যাচ। ম্যাচের দখল নিয়ে নিল বাংলাদেশ। শেষ ৩৩ বলে যোগ হল ২৩ রান। পড়ে গেল ৫টি উইকেট। ১১১ রানেই পড়ল ২টি উইকেট। প্যাভিলিয়নে ফিরে গেলেন এঙ্গেলব্রেশ্‌ট এবং বাস ডে লিডে। তার পর ১১৭ রানের মাথায় আরও ২টি উইকেট – স্কট এডোয়ার্ডস এবং লোগান ফান বিক। অষ্টম উইকেটে টিম প্রিঙ্গল এবং আরিয়ান দত্ত যোগ করলেন ১৭ রান। ২০তম ওভারের শেষ বলে প্রিঙ্গল ১০ বলে ১ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হলেন। লড়াই শেষ হল নেদারল্যান্ডসের। তারা বাংলাদেশের কাছে ২৫ রানে হেরে গেল। আরিয়ান ১২ বলে ১৫ রান করে নট আউট থাকলেন। বল হাতে সফল রিশাদ হোসেন (৩৩ রানে ৩ উইকেট) এবং তাসকিন আহমেদ (৩০ রানে  ২ উইকেট)।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রাদারফোর্ডের ব্যাট, জোসেফ-মোতির বল ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দিল ‘সুপার ৮ রাউন্ড’-এ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...