Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশকে জয় এনে দিলেন রিশাদ, মুস্তাফিজুর,...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশকে জয় এনে দিলেন রিশাদ, মুস্তাফিজুর, হৃদয় আর মহমুদুল্লাহ

প্রকাশিত

শ্রীলঙ্কা: ১২৪-৯ (পথুম নিসঙ্ক ৪৭, ধনঞ্জয় ডি সিলভা ২১, মুস্তাফিজুর রহমান ৩-১৭, রিশাদ হোসেন ৩-২২)

বাংলাদেশ: ১২৫-৮ (১৯ ওভার) (তাওহিদ হৃদয় ৪০, লিটন দাস ৩৬, নুয়ান তুষার ৪-১৮, ওয়ানিন্দু হসরঙ্গ ২-৩২)

খবর অনলাইন ডেস্ক: জয় দিয়ে বাংলাদেশ শুরু করল এবারের বিশ্বকাপ অভিযান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা হারাল শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। পর পর দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের ‘সুপার ৮ রাউন্ড’-এ সম্ভাবনায় কিছুটা মেঘ জমল।      

শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় শুক্রবার সন্ধে সাড়ে ৭টা) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলদেশ। বাংলদেশের আক্রমণের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১২৪ রান। এই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৮টি উইকেট খোয়ায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৫ রান করে ২ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। ২২ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন বাংলাদেশের লেগব্রেক বোলার রিশাদ হোসেন।

১০০ ছোঁয়ার পরেই বিপর্যয় শ্রীলঙ্কার

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা পৌঁছোয় ৯ উইকেটে ১২৪-এ। অন্যতম ওপেনার পথুম নিসঙ্ক এবং কিছুটা চরিত অসলঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভার ব্যাটিং-এর দৌলতে শ্রীলঙ্কা ১৪.১ ওভারে করে ৪ উইকেটে ১০০-তে। মাত্র ৩ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন নিসঙ্ক। ১০০ ছোঁয়ার পরেই বিপর্যয় নামে শ্রীলঙ্কার ইনিংসে। নির্ধারিত ২০ ওভারের বাকি ৫.৫ ওভারে মাত্র ২৪ রান তোলে তারা, হারায় ৫ উইকেট। গোড়া থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের বিপাকে ফেলেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর ১৭ রান দিয়ে ৩ উইকেট এবং রিশাদ ২২ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

শেষ দিকে কেরামতি মাহমুদুল্লাহর

জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১২৫ রান। তারাও গোড়াতেই বিপাকে পড়ে। ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের জুটি দলকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করে। তাঁরা যোগ করেন ৬৩ রান। দলের ৯১ রানে ওয়ানিন্দু হসরঙ্গের বলে এলবিডব্লিউ আউট হয়ে হৃদয় ফিরে যেতেই আবার বিপদে পড়ে ১১৩ রানের মধ্যে আরও ৪ উইকেট পড়ে যায়। এখান থেকেই দলকে জয় এনে দিলেন মাহমুদুল্লাহ।        

সেটা ছিল বাংলাদেশের ইনিংসের অষ্টাদশ ওভার আর শ্রীলঙ্কার নুয়ান তুষারের চতুর্থ তথা শেষ ওভার। তুষার তৃতীয় বলে বোল্ড করলেন রিশাদ হোসেনকে আর পরের বলেই এলবিডব্লিউ তাসকিন আহমেদকে। ৮ উইকেট পড়ে গেল বাংলাদেশের। জয়ের জন্য তখনও দরকার ১২ রান। হাতে ১২ বল। জয়ের পাল্লা ভারী শ্রীলঙ্কার দিকে। তখন ক্রিজে রয়েছেন মাহমুদুল্লাহ আর তানজিম হাসান শাকিব। বল করতে এলেন দাসুন সনক। প্রথম বলেই ছয় মারলেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় বলে ১ রান। তৃতীয় বলে কোনো রান হল না। চতুর্থ বলে ১ রান নিয়ে শাকিব স্ট্রাইক দিলেন মাহমুদুল্লাহকে। পঞ্চম বলে রান হল না। ষষ্ঠ বলে ১ রান এল ওয়াইড থেকে। ফলে আর-একটা বল বাড়ল সেই ওভারে। এবং সেই বলে ২ রান নিলেন মাহমুদুল্লাহ। ১ ওভার বাকি থাকতেই জয় পেল বাংলাদেশ।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রশিদ, ফারুকি আর গুরবাজের জাদু, আফগানিস্তান গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ডকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।