শ্রীলঙ্কা: ১২৪-৯ (পথুম নিসঙ্ক ৪৭, ধনঞ্জয় ডি সিলভা ২১, মুস্তাফিজুর রহমান ৩-১৭, রিশাদ হোসেন ৩-২২)
বাংলাদেশ: ১২৫-৮ (১৯ ওভার) (তাওহিদ হৃদয় ৪০, লিটন দাস ৩৬, নুয়ান তুষার ৪-১৮, ওয়ানিন্দু হসরঙ্গ ২-৩২)
খবর অনলাইন ডেস্ক: জয় দিয়ে বাংলাদেশ শুরু করল এবারের বিশ্বকাপ অভিযান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা হারাল শক্ত প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। পর পর দুটি ম্যাচে হেরে যাওয়ায় তাদের ‘সুপার ৮ রাউন্ড’-এ সম্ভাবনায় কিছুটা মেঘ জমল।
শনিবার ভারতীয় সময় সকাল ৬টায় (স্থানীয় সময় শুক্রবার সন্ধে সাড়ে ৭টা) ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলদেশ। বাংলদেশের আক্রমণের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১২৪ রান। এই রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৮টি উইকেট খোয়ায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৫ রান করে ২ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। ২২ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন বাংলাদেশের লেগব্রেক বোলার রিশাদ হোসেন।
১০০ ছোঁয়ার পরেই বিপর্যয় শ্রীলঙ্কার
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা পৌঁছোয় ৯ উইকেটে ১২৪-এ। অন্যতম ওপেনার পথুম নিসঙ্ক এবং কিছুটা চরিত অসলঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভার ব্যাটিং-এর দৌলতে শ্রীলঙ্কা ১৪.১ ওভারে করে ৪ উইকেটে ১০০-তে। মাত্র ৩ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন নিসঙ্ক। ১০০ ছোঁয়ার পরেই বিপর্যয় নামে শ্রীলঙ্কার ইনিংসে। নির্ধারিত ২০ ওভারের বাকি ৫.৫ ওভারে মাত্র ২৪ রান তোলে তারা, হারায় ৫ উইকেট। গোড়া থেকেই শ্রীলঙ্কার ব্যাটারদের বিপাকে ফেলেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর ১৭ রান দিয়ে ৩ উইকেট এবং রিশাদ ২২ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।
শেষ দিকে কেরামতি মাহমুদুল্লাহর
জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১২৫ রান। তারাও গোড়াতেই বিপাকে পড়ে। ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের জুটি দলকে বিপদ থেকে কিছুটা উদ্ধার করে। তাঁরা যোগ করেন ৬৩ রান। দলের ৯১ রানে ওয়ানিন্দু হসরঙ্গের বলে এলবিডব্লিউ আউট হয়ে হৃদয় ফিরে যেতেই আবার বিপদে পড়ে ১১৩ রানের মধ্যে আরও ৪ উইকেট পড়ে যায়। এখান থেকেই দলকে জয় এনে দিলেন মাহমুদুল্লাহ।
সেটা ছিল বাংলাদেশের ইনিংসের অষ্টাদশ ওভার আর শ্রীলঙ্কার নুয়ান তুষারের চতুর্থ তথা শেষ ওভার। তুষার তৃতীয় বলে বোল্ড করলেন রিশাদ হোসেনকে আর পরের বলেই এলবিডব্লিউ তাসকিন আহমেদকে। ৮ উইকেট পড়ে গেল বাংলাদেশের। জয়ের জন্য তখনও দরকার ১২ রান। হাতে ১২ বল। জয়ের পাল্লা ভারী শ্রীলঙ্কার দিকে। তখন ক্রিজে রয়েছেন মাহমুদুল্লাহ আর তানজিম হাসান শাকিব। বল করতে এলেন দাসুন সনক। প্রথম বলেই ছয় মারলেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় বলে ১ রান। তৃতীয় বলে কোনো রান হল না। চতুর্থ বলে ১ রান নিয়ে শাকিব স্ট্রাইক দিলেন মাহমুদুল্লাহকে। পঞ্চম বলে রান হল না। ষষ্ঠ বলে ১ রান এল ওয়াইড থেকে। ফলে আর-একটা বল বাড়ল সেই ওভারে। এবং সেই বলে ২ রান নিলেন মাহমুদুল্লাহ। ১ ওভার বাকি থাকতেই জয় পেল বাংলাদেশ।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রশিদ, ফারুকি আর গুরবাজের জাদু, আফগানিস্তান গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ডকে