রাওয়ালপিন্ডি: বৃষ্টি বিঘ্ন ঘটিয়েই চলেছে পাকিস্তানের মাঠে। রাওয়ালপিন্ডিতে ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করতে হয়। বৃহস্পতিবার বাংলাদেশ আর পাকিস্তানকে একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল। তবে এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। এটি ছিল নিয়মরক্ষার ম্যাচ।
বাংলাদেশ, পাকিস্তান দুটি দলই ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা আগেই ছিটকে গিয়েছে। বৃহস্পতিবার দুই দলেরই ছিল সম্মানরক্ষার লড়াই। কিন্তু বৃষ্টির দৌলতে তা-ও লড়তে হল না। বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার মতো পরিস্থিতিই ছিল না। এমনকি টসও করা গেল না।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। সেই দেশের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছে। ইতিনধ্যে রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে দু’টি ম্যাচ ভেস্তে গেল। লাহোরেও বৃষ্টি হচ্ছে। সেখানে শুক্রবার গ্রুপ বি-র অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে আফগানিস্তানের কাছে। সাউথ আফ্রিকার কাছে হেরে গেলেও ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে যাওয়ার আশা জাগিয়ে তুলেছে আফগানিস্তান। গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা দুটি দলই দুটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। আফগানিস্তান দুটি ম্যাচ থেকে পেয়েছে দুই পয়েন্ট। দুটি ম্যাচ হেরে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে।