Homeখেলাধুলোক্রিকেটআয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, হরমনপ্রীতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন কে?

আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা, হরমনপ্রীতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন কে?

প্রকাশিত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর হাঁটুর চোটের কারণে বিশ্রামে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মন্ধানা। সিরিজটি শুরু হবে আগামী ১০ জানুয়ারি।

১৫ সদস্যের এই দলে হরমনপ্রীতের পাশাপাশি বিশ্রামে রয়েছেন পেসার রেণুকা সিং ঠাকুর। দলে জায়গা হয়নি অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদবেরও। তবে রাঘবি বিস্ত, প্রতীকা রাওয়াল এবং প্রিয়া মিশ্র দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। তেজল হাসাবনিস ফিরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করার পর।

সম্প্রতি সিনিয়র উইমেনস চ্যালেঞ্জার ট্রফির দলে ছিলেন শেফালি ভার্মা। ১৯৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু তাঁকে এই সিরিজেও দলে রাখা হয়নি। তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, চ্যালেঞ্জার ট্রফির জন্য মনোনীতদের মধ্যে আরও কয়েকজনকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।

আয়ারল্যান্ড সিরিজের ম্যাচগুলি ১০, ১২ এবং ১৫ জানুয়ারি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টায়। এই সিরিজ ভারতের মহিলাদের জন্য ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে চলা উইমেনস প্রিমিয়ার লিগের আগে শেষ আন্তর্জাতিক মঞ্চ।

ভারতের দল (আয়ারল্যান্ড ওডিআই):

স্মৃতি মন্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হরলিন দেওল, জেমিমা রডরিগেজ, উমা চেত্রি (উইকেটকিপার), ঋচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, রাঘবি বিস্ত, মিনু মণি, প্রিয়া মিশ্র, তনুজা কনওয়ার, টিটাস সাধু, সাইমা ঠাকুর, সায়ালি সাঠগারে।

আয়ারল্যান্ড তাদের সর্বশেষ টি-২০ সিরিজে বাংলাদেশকে হারালেও ৫০ ওভারের ফরম্যাটে তিনটি ম্যাচেই পরাজিত হয়েছে। যা এই সিরিজ ভারতীয় দলকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...