খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা সিএবি। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রিচার হাতে তুলে দেন রাজ্য পুলিশে ডেপুটি কমিশনারের (ডিএসপি) নিয়োগপত্র।
এ দিন প্রচুর পুরস্কার পেয়েছেন রিচা। উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টির পর সিএবির পক্ষ থেকে রিচার হাতে সোনার ব্যাট এবং বল-সহ ৩৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। সৌরভ জানান, বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা। তাই তাঁকে ৩৪ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। আরও কয়েকটি স্মারক তুলে দেন সিএবি কর্তারা।

তার পরেই রাজ্য সরকারের পুরস্কার পান রিচা। রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি কমিশনার অফ পুলিশ পদ এবং বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের জন্য বঙ্গভূষণ সম্মন। পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার চেন পরিয়ে দেন।
এ দিন সিএবি-র তরফ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রীকে আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের ট্রফির রেপ্লিকা হিসাবে একটি ট্রফি প্রদান করেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিন সিএবি-র পক্ষ থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও সংবর্ধিত।
ছবি: সঞ্জয় হাজরা


