Homeখেলাধুলোক্রিকেটওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ সফরের (India Tour of West Indies) জন্য শুক্রবার টেস্ট এবং ওডিআই দল ঘোষণা। বাদ চেতেশ্বর পূজারা। বিশ্রামে মহম্মদ শামি। পরিবর্তে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশার পরে, ভারত টেস্ট দলে কিছু নতুন মুখের পরীক্ষা চালাতে চাইছে। যে কারণে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় আনক্যাপড ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

জয়সওয়াল এবং গায়কোয়াড়, দু’জনেই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার। যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। 

মহম্মদ শামি এবং উমেশ যাদব বাদ পড়েছেন। অনেকের মতে, শামিকে সম্ভবত বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তিনি সেই ফেব্রুয়ারি থেকে টানা খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছেন। তারপর আইপিএলে খেলেছেন শামি। সেখান থেকে সরাসরি খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে উমেশের ক্ষেত্রে বাদ দেওয়ার প্রশ্ন ঝেড়ে ফেলার নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার জয়দেব উনাদকাট এবং নভদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওডিআই ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং মুকেশ কুমার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।