Home খেলাধুলো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট, ওয়ানডে স্কোয়াড থেকে বাদ চেতেশ্বর পূজারা

0

ওয়েস্ট ইন্ডিজ সফরের (India Tour of West Indies) জন্য শুক্রবার টেস্ট এবং ওডিআই দল ঘোষণা। বাদ চেতেশ্বর পূজারা। বিশ্রামে মহম্মদ শামি। পরিবর্তে দলে সুযোগ পেলেন রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশার পরে, ভারত টেস্ট দলে কিছু নতুন মুখের পরীক্ষা চালাতে চাইছে। যে কারণে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গায় আনক্যাপড ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়কে দলে নেওয়া হয়েছে।

জয়সওয়াল এবং গায়কোয়াড়, দু’জনেই আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের ১৬ জনের দলে এঁরা যেমন ঢুকলেন, তেমনই বাংলা থেকে ভারতীয় টেস্ট টিমে পা রাখলেন মুকেশ কুমার। যশস্বী-ঋতুরাজের মতো ঘরোয়া ক্রিকেটে মুকেশ কুমারও যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন। টিমকে রঞ্জি ফাইনালে তুলেছিলেন। সেই কারণেই ভারতীয় টিমের ব্যাক আপ বোলার হিসেবে এর আগেও জায়গা পেয়েছিলেন। 

মহম্মদ শামি এবং উমেশ যাদব বাদ পড়েছেন। অনেকের মতে, শামিকে সম্ভবত বাদ দেওয়া হয়নি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কারণ তিনি সেই ফেব্রুয়ারি থেকে টানা খেলে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছেন। তারপর আইপিএলে খেলেছেন শামি। সেখান থেকে সরাসরি খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তবে উমেশের ক্ষেত্রে বাদ দেওয়ার প্রশ্ন ঝেড়ে ফেলার নয়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার জয়দেব উনাদকাট এবং নভদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওডিআই ক্রিকেট দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিসান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং মুকেশ কুমার।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version