Homeখেলাধুলোক্রিকেটমেয়েদের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর দীপ্তির, পৌনে ৩ কোটি টাকায় বাংলার...

মেয়েদের আইপিএল নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর দীপ্তির, পৌনে ৩ কোটি টাকায় বাংলার রিচা থাকলেন আরসিবি-তে  

আরসিবি (RCB) ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মন্ধানাকে সাড়ে ৩ কোটি টাকা দিয়ে আগে থেকেই রেখে দিয়েছে।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ডব্লিউপিএল (মেয়েদের আইপিএল) মেগানিলামে বড়ো চমক তৈরি করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। তাঁর আগের ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্স (UPW) ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে ৩.২ কোটি টাকা দিলে তাঁকে দলে রেখে দিল। এই মূল্য তাঁকে ২০২৫ সালের নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের ক্রিকেটার নাট স্কিভার-ব্রান্টের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড়ের তালিকায় স্থান দিয়েছে।

এবারের নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার অ্যামেলিয়া কার, যাঁকে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কিনেছে ৩ কোটি টাকায়। এটি নিলামের দ্বিতীয় সবচেয়ে দামী ক্রয়। তৃতীয় সর্বোচ্চ দামে, চমক সৃষ্টি করে, শিখা পাণ্ডেকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্স ২.৪ কোটি টাকায়—যিনি ২০২৩ এর পর থেকে ভারত দলে নেই।

নিলামের শুরুতেই ঘটে বড় অঘটন। অস্ট্রেলিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার অ্যালিসা হিলির ছিল বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। তাতেও কোনো দলের বিড না পেয়ে পুরো নিলাম জুড়ে অবিক্রীত থেকে যান।

প্রথম বিক্রি হওয়া খেলোয়াড় ছিলেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, যাঁকে গুজরাত জায়েন্টস (GG) কিনেছে কোটি টাকায়। একই দলে যান ভারতের পেসার রেণুকা সিংহ (৬০ লক্ষ), আর ইউপি ওয়ারিয়র্স আরটিএম কার্ড ব্যবহার করে দলে রাখে ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোনকে (৮৫ লক্ষ)।

ইউপি ওয়ারিয়র্স নিলামে ছিল বেশ সক্রিয়। দীপ্তিকে নেওয়ার পর তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে ১.৯ কোটি টাকায় এবং সেই দেশেরই তরুণ তারকা ফিবি লিচফিল্ডকে ১.২ কোটি টাকায়। এ ছাড়া আরটিএম ব্যবহার করে নেওয়া হয় কিরণ নবগিরে ও ক্রান্তি গাউদকে।

দিল্লি ক্যাপিটালসও দলে নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম। দক্ষিণ আফ্রিকার তারকা লরা ভলভোর্টকে তারা কিনেছে ১.১ কোটি টাকায়, এবং ভবিষ্যতের বড় প্রতিভা বলে বিবেচিত ১৬ বছর বয়সি দিয়া যাদবকে নেওয়া হয়েছে মাত্র ১০ লক্ষ টাকায়।

মুম্বই ইন্ডিয়ান্স তাদের আক্রমণের মূলভিত্তিকে ধরে রাখতে চেয়েছে। কোচ লিসা কেইটলি বলেন, “আমরা আমাদের মূল ফ্রেম ধরে রাখতে পেরেছি। অ্যামেলিয়া কারের জন্য সর্বোচ্চ সীমায় যেতে হয়েছে, কিন্তু তিনি সেই মূল্য পাওয়ার যোগ্য।”

আরসিবি (RCB) প্রথম তিন সেটে কোনো খেলোয়াড় না কিনলেও পরের সেটে দলে নেয় অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল, দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক এবং ভারতের রাধা যাদবকে। ভারতীয় দলের ব্যাটার স্মৃতি মন্ধানাকে সাড়ে ৩ কোটি টাকা এবং উইকেটকিপার বাংলার রিচা ঘোষকে ২.৭৫ কোটি টাকা দিয়ে আগে থেকেই রেখে দিয়েছে আরসিবি।

২০২৬ সালের ডব্লিউপিএল শুরু হবে ৯ জানুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি। দুটি জায়গায় খেলা হবে — নবি মুম্বই ও বডোদরা (বরোদা)।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...