Home খেলাধুলো ক্রিকেট যুব এশিয়া কাপে সাই সুদর্শনের সেঞ্চুরি, পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী ভারত

যুব এশিয়া কাপে সাই সুদর্শনের সেঞ্চুরি, পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী ভারত

0

পাকিস্তান: ২০৫ (কাসিম ৪৮, শাহিবজাদা ৩৫, মুবাসির ২৮, রাজবর্ধন ৫/৪২, সুথার ৩/৩৬, পরাগ ১/২৪)

ভারত: ২১০/২ (সুদর্শন ১০৪, নিকিন ৫৩, যশ ২১ মুবাসির ১/৪৫, মুমতাজ ১/৫৮)

ইমার্জিং এশিয়া কাপ ২০২৩ (Emerging Asia Cup 2023)-এর গ্রুপ বি ম্যাচে পাকিস্তান এ-কে আট উইকেটে হারাল ভারত এ। ভারত এ-র হয়ে সাই সুদর্শন ১০৪ (অপরাজিত) রান করেন এবং নিকিন জোস ৫৩ রান করেন।

এ দিন কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে আধিপত্য বজায় রাখে ভারত। রাজবর্ধন হাঙ্গারগেকারের পাঁচটি উইকেট নেন। মানব সুথার তুলে নেন ৩ উইকেট।

মানব সুথার এবং রাজবর্ধন হাঙ্গারগেকার টিম ইন্ডিয়ার বোলিং বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করেন। মানব সুথার এবং রাজবর্ধন হাঙ্গারগেকার তাদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটারদের ঘাম ছুটিয়ে দেন। পাক ব্যাটার কামরান ছাড়াও সুথার হাসিবুল্লাহ খান ও মহম্মদ হারিসকে আউট করে এই ম্যাচে মোট তিনটি উইকেট নেন। রাজবর্ধন ওপেনার আয়ুব থেকে শুরু করে ইউসুফ, কাসিম, ওয়াসিম-সহ পাঁচটি উইকেট নেন। ২০৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। সাই সুদর্শন টিম ইন্ডিয়ার হয়ে বিস্ফোরক ব্যাটিং করেন এবং নিজের সেঞ্চুরি পূর্ণ করে একটি ছক্কায় ম্যাচ শেষ করেন। এই ম্যাচে সাই সুদর্শন ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত। সুদর্শন নিজে ইনিংসে মোট ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন।

পাশাপাশি, নিকিন জোস ৬৪ বলে ৫৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে মুবাসির খান, মেহরান মুমতাজ একটি করে উইকেট নেন।

ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুলাই একটি সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং অন্যটিতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনাল ২৩ জুলাই।

আরও পড়ুন: ‘আগে বালতি উল্টে দেখাক, তার পর সরকার’, বিজেপির দাবি নিয়ে কড়া জবাব মমতার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version