এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়ে দিলেন, সূর্যকুমার যাদবই থাকছেন দলের অধিনায়ক। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব মিলল টেস্ট অধিনায়ক শুভমন গিলের হাতে।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও মুম্বইয়ের বৃষ্টির কারণে বৈঠকে দেরি হয়। প্রায় দেড় ঘণ্টা দেরিতে ঘোষণা করা হয় ১৫ জনের ভারতীয় স্কোয়াড। বিশেষ নজর ছিল শুভমনের দিকেই। অবশেষে তাঁকেই সহ-অধিনায়ক করা হল। উল্লেখ্য, সূর্যকুমার প্রথমবার টি-টোয়েন্টি অধিনায়ক হলে শুভমনই ছিলেন তাঁর সহ-অধিনায়ক। তবে গত দু’টি সিরিজে শুভমন অনুপস্থিত থাকায় সেই দায়িত্ব সামলান অক্ষর পটেল। এবার ফের পুরনো ভূমিকায় ফিরলেন শুভমন।
দল ঘোষণায় একাধিক চমকও রয়েছে। বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আয়ার। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে যশস্বীকে, তবে সুযোগ পাননি শ্রেয়স ও রিয়ান পরাগ। কেকেআরের ব্যাটার রিঙ্কু সিংহ কিন্তু নির্বাচকদের ভরসা কুড়িয়েছেন, জায়গা পেয়েছেন মূল দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ডাক পেয়েছেন জিতেশ শর্মা।
অলরাউন্ডার বিভাগে রয়েছেন হার্দিক পাণ্ড্য, শিবম দুবে এবং অক্ষর পটেল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে ঢুকেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিনজন বিশেষজ্ঞ পেসারের মধ্যে রয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ ও কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা।
১৫ জনের মূল দলে জায়গা না হলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়ালকে। দলের কেউ চোট পেলে তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে বিকল্প ক্রিকেটার।
যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠতেই নির্বাচক প্রধান অজিত আগরকর বলেন, “যশস্বীর বাদ পড়া দুর্ভাগ্যজনক। ওর অতীত পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন। তবে দলে জায়গার সীমাবদ্ধতা ছিল। দু’জনের মধ্যে একজনকে বসাতেই হত।”
আগামী এশিয়া কাপে তাই সূর্য-শুভমন যুগল নেতৃত্বেই মাঠে নামছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ডুরান্ড কাপ ২০২৫: আধিপত্যে ফের ডার্বি দখল ইস্টবেঙ্গলের, ব্রুজোর ছকেই হার মানল মোলিনার মোহনবাগান