Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো...

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো অন বাঁচাতে লড়ছে ইংল্যান্ড   

বিশ্বরেকর্ড শুভমনের। ছবি BCCI 'X' থকে নেওয়া।

ভারত: ৫৮৭ (শুভমন গিল ২৬৯, রবীন্দ্র জাদেজা ৮৯, যশস্বী জয়সওয়াল ৮৭, শোয়েব বশির ৩-১৫৭, ক্রিস ওকস ২-৮১, জোশ টাং ২-১১৯)

ইংল্যান্ড: ৭৭-৩ (হ্যারি ব্রুক ৩০ নট আউট, আকাশ দীপ ২-৩৬)   

বার্মিংহাম (ইংল্যান্ড): টেল-এন্ডারদের সাহায্য পেলে অধিনায়ক শুভমন গিল হয়তো তিনশোও পেরিয়ে যেতেন। অন্তত যে ভাবে খেলছিলেন, তাতে এ কথা বলাই যায়। কিন্তু তাঁকে থেমে যেতে হল ৩০০-র ৩১ রান আগে। দ্বিশত রান করে ভারতের অধিনায়ক হিসাবে ইতিহাস গড়লেন গিল। তবে তাঁর এই এগিয়ে যাওয়ার পথে সাহচর্য পেলেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের। দুর্ভাগ্য জাদেজার। সেঞ্চুরি থেকে ১১ রান কম করে ফিরে গেলেন জাদেজা। আর আট রানের জন্য অর্ধশত রান পেলেন না সুন্দর। ভারত প্রথম ইনিংস শেষ করল ৫৮৭ রানে।

ভারতের এই বিশাল ইনিংসের মোকাবিলায় শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারাল তারা। এখন পরিস্থিতি সামাল দিচ্ছেন হ্যারি ব্রুক এবং জো রুট। ফলো অন এড়াতে হলে তাদের এখনও ৩১১ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট।

ভারত শেষ করল ৫৮৭-তে          

৫ উইকেটে ৩১০ হাতে নিয়ে বৃহস্পতিবার এজবাস্টনে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমন গিল ও রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে জাদেজা ইংল্যান্ডের মাটিতে তাঁর সপ্তম অর্ধশত রান পূর্ণ করেন। ৮৯তম ওভারে ক্রিস ওকসের বল স্কোয়ার লেগ দিয়ে পাঠিয়ে এক রান নিয়ে ৫০ করেন জাদেজা।

ind eng 2nd test shubman 2 04.07 1

দর্শককুলকে অভিবাদন শুভমনের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

তাড়াহুড়ো না করে ধীরেসুস্থে ব্যাটিং করে যেতে থাকেন শুভমন এবং জাদেজা। একসময়ে নিজের দেড়শো রান করে ফেলেন শুভমন। শোয়েব বশিরের ফুলটস বল লং অনে পাঠিয়ে এক রান নেন শুভমন। টেস্ট ক্রিকেটে শুভমনের প্রথম দেড়শো রান। ব্যাট তুলে দর্শকদের অভিবাদন জানান।

কিন্তু দুর্ভাগ্য জাদেজার। শতরান থেকে মাত্র ১১ রান দূরে থেমে গেল তাঁর ইনিংস। ১০৮তম ওভারের তৃতীয় বরে জোশ টাঙের শিকার হলেন জাদেজা। ক্যাচ দিলেন উইকেটকিপার জেমি স্মিথকে। ষষ্ঠী উইকেটের জুটিতে শুভমন ও জাদেজা যোগ করলেন ২০৬ রান। শুভমনের সঙ্গে জুটি বাঁধলেন ওয়াশিংটন সুন্দর।

এর পরেই রেকর্ড করলেন শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম দ্বিশত রান করলেন তিনি। ১২২তম ওভারে জোশ টাঙের প্রথম বল। ফাইন লেগে পাঠিয়ে এক রান। পৌঁছে গেলেন ২০০-য়। তার পরে এজবাস্টনে প্রথম ইনিংসে ৫০০ রান পেরিয়ে গেল ভারত। শেষ পর্যন্ত দলের ৫৫৮ রানের মাথায় ফিরে গেলেন সুন্দর জো রুটের বলে বোল্ড হয়ে। তাঁর স্কোর ৪২ রান। এর পর আর ভারত বেশি দূর এগোতে পারেনি। দ্রুত রান তোলা শুরু করেন শুভমন। তারই খেসারত দেন দলের ৫৭৪ রানের মাথায়। জোশ টাঙের বলে ওলি পোপকে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমন। তাঁর সংগ্রহ ২৬৯ রান। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ৫৮৭ রানে।

আকাশ দীপ উইকেট পাওয়ার পরে। ছবি BCCI ‘X’ ঠেকে নেওয়া।

হ্যাটট্রিক হল না আকাশ দীপের

ইনিংস শুরু করেই ধাক্কা খায় ইংল্যান্ড। হ্যাটট্রিকের মুখে চলে আসেন। বাংলার আকাশ দীপ। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলছেন আকাশ দীপ। দলে তাঁর অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করেন তিনি। ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে আকাশ দীপ তুলে নেন গত টেস্টের শতরানকারী বেন ডাকেটকে। শুভমনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ডাকেট।

পরের বলেই আউট গত টেস্টের আর-এক শতরানকারী ওলি পোপ। আকাশ দীপের বলে পোপ ক্যাচ দেন লোকেশ রাহুলকে। পর পর দুটি বলে আকাশ দীপ ফিরিয়ে দিলেন ডাকেট ও পোপকে। আকাশ দীপের ওই ওভারের শেষ বল সামলালেন জো রুট। রুট সঙ্গী হন আর-এক ওপেনার জাক ক্রলি। কিন্তু দলের ২৫ রানে ফিরে গেলেন ক্রলি। তাঁকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। আপাতত পরিস্থিতি সামলানোর দায় জো রুট (১৮ নট আউট) এবং হ্যারি ব্রুক (৩০ নট আউট)।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের আবার সেঞ্চুরি, ১৩ রানে বঞ্চিত যশস্বী, দলে তিন পরিবর্তন  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version