Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

প্রকাশিত

মহিলাদের বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল ইংল্যান্ড। শনিবার কলম্বোয় তারা শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে। ম্যাচের নায়ক ন্যাট শিভার-ব্রান্ট এবং সোফি একলেস্টোন — একজনের ব্যাটে শতরান, অন্যজনের হাতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ধসে পড়ল।

শ্রীলঙ্কা টসে জিতে আগে বোলিং নেয়। ইংল্যান্ডের শুরুটা ধীর হলেও স্থির। পাওয়ার প্লে-র মধ্যে অ্যামি জোন্স (১১) ও ট্যামি বিউমন্ট (৩২) আউট হন, ফলে রানের গতি মন্থর হয়ে যায়। তবে অধিনায়ক হিদার নাইট (২৯) এবং শিভার-ব্রান্ট মিলে গড়েন ৬০ রানের জুটি। এরপর সোফিয়া ডাঙ্কলে (১৮), এমা ল্যাম্ব (১৩) ও চার্লি ডিনের (১৯)-এর সঙ্গে ছোট ছোট পার্টনারশিপে ইনিংসকে বড় করে তোলেন শিভার-ব্রান্ট।

শেষ পর্যন্ত ১১৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ন্যাট শিভার-ব্রান্ট। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার ও ২টি ছক্কা। বিশ্বকাপে এটি তাঁর পঞ্চম শতরান, আর এক দিনের ক্রিকেটে দশম। শ্রীলঙ্কার প্রবোধানি তিন রানের সময় তাঁর ক্যাচ ফেলেছিলেন, যা দিনের শেষে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৫৩/৯-এ। শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলার ইনোকা রণবীরা (৩/৩৩)।

বোলিংয়ে ইংল্যান্ডের দাপট

কলম্বোর মন্থর পিচে ইংল্যান্ডের স্পিনাররা শ্রীলঙ্কাকে দমিয়ে দেন। ওপেনার হাসিনি পেরেরা (৩৫) কিছুটা লড়লেও বাকিদের কেউই দাঁড়াতে পারেননি।

সোফি একলেস্টোন ছিলেন সম্পূর্ণ বিধ্বংসী। তাঁর প্রথম ৭ ওভারেই ফিগার দাঁড়ায় ৩ মেডেন, ৬ রান ও ৪ উইকেট! শেষ পর্যন্ত ১০ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট পান ন্যাট শিভার-ব্রান্ট ও চার্লি ডিন।

শ্রীলঙ্কার ইনিংস থামে মাত্র ১৬৪ রানে।

এই জয়ের ফলে ইংল্যান্ড তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল। টিমের ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড এখন স্পষ্টতই চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার।

আরও পড়ুন 

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...