Homeখেলাধুলোক্রিকেটবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন

প্রকাশিত

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দল কোনো আইসিসি খেতাব জিততে পারিনি। সেই আক্ষেপ দূর করে করতেই মাঠে নামছে টিম ইন্ডিয়া। এই নিয়ে দ্বিতীয় বার ভারত এবং অস্ট্রেলিয়া কোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হচ্ছে।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে এক বারই আইসিসির কোনও প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। ২০০৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিংয়ের দলের বিরুদ্ধে খেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল। তার পর কেটে গিয়েছে ২০ বছর। টেস্ট বিশ্বকাপের ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে দু’দেশ। 

খেতাবি লড়াইয়ে নামার আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও সাফ জানিয়ে দিয়েছেন, জয় ছাড়া অন্য কোনো ভাবনাকে প্রশ্রয় দিচ্ছেন না তিনি। তাঁর কথায়, “প্রত্যেক অধিনায়কই ম্যাচ জিততে চায়। আর গুরুত্বপূর্ণ ম্যাচ হলে তো কথাই নেই। আমিও তার ব্যতিক্রম নই। জয়ের লক্ষ্যেই তো খেলতে নামা। ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়ানোর আগে দেশকে একটি বা দুটো ট্রফি দিতে চাই”।

রোহিতের সংযোজন, “দলের প্রত্যেকে জানে, গত কয়েক বছরে আমরা কী অর্জন করতে পেরেছি, আর কী পারিনি। টি-২০ বিশ্বকাপের সময়ও আমাকে আইসিসি ট্রফির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখনও বলেছিলাম, সেরাটা মেলে ধরতে আমরা বদ্ধপরিকর। তবে ট্রফির ব্যাপারে খুব বেশি ভেবে নিজেদের উপর চাপ বাড়াতে চাইছি না। প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। এ বার মাঠে তা বাস্তবায়িত করতে হবে”।

গতবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এ বার মাঠে নামছে রোহিত-ব্রিগেড। স্টার স্পোর্টস নেটওয়ার্ক টিভিতে সম্প্রচার করবে ওভালের ওই ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এ ছাড়া ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে ভারত-অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখা যাবে।

আরও পড়ুন: অনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘আনন্দের শহরে’ দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি চলছে জোরকদমে: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: রবিবার হয়ে গেল মহালয়া। পিতৃপুরুষদের তর্পণের মধ্য দিয়ে সাঙ্গ হল পিতৃপক্ষের।...

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন অমিত শাহ, তিনটি দুর্গাপুজো উদ্বোধনের সম্ভাবনা

২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধাননগরের ইজ়েডসিসি-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার তিনটি দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ২০২১-এর আগে মোদী ও ২০২৩-এ শাহ করেছিলেন পুজো উদ্বোধন।

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

আরও পড়ুন

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা: ১৬৮-৭ (দাসুন সনাকা ৬৪ নট আউট, কুশল মেন্ডিস ৩৪, মুস্তাফিজুর রহমান ৩-২০, মেহেদি...

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...