Homeখেলাধুলোক্রিকেটঅনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

অনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

প্রকাশিত

বুধবার (৭ জুন) থেকে ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত। ঠিক আগে টিম ইন্ডিয়ার সামনে নতুন সমস্যা দেখা দিয়েছে। নেটে অনুশীলনের সময় বুড়ো আঙুলে আঘাত পান অধিনায়ক রোহিত শর্মা। বল লেগেই মাঠের বাইরে চলে যান রোহিত শর্মা। তার পরই জল্পনা জল্পনা ছড়ায়, রোহিত শর্মার চোট গুরুতর এবং তিনি ফাইনালের অংশ নিতে পারবেন না।

নেটে ব্যাটিংয়ের সময় তাঁর বাম হাতের বুড়ু আঙুলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়। এরপর ফিজিওর তত্ত্বাবধানে তাঁকে দেখা যায়। তবে এই ঘটনার কিছুক্ষণ পরই মাঠে অনুশীলনে ফিরে আসনে রোহিত শর্মা। ডব্লিউটিসি ফাইনালে রোহিত শর্মার খেলা এখন প্রায় নিশ্চিত হিসেবেই ধরা নেওয়া যেতে পারে।

রোহিত শর্মার চোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বল জালে পড়ার সঙ্গেই মাঠে পৌঁছে যান ফিজিও। রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙুলে টেপ লাগিয়ে তাঁকে মাঠ থেকে বের করে আনা হয়। তবে, ফের তিনি মাঠে ফিরেছিলেন। রোহিত শর্মার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা।

বলে রাখা ভালো, ডব্লিউটিসি ফাইনালের আগে, টিম ইন্ডিয়া ইতিমধ্যেই খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তায় পড়়েছে। পিঠের অস্ত্রোপচারের কারণে ফাইনালে অংশ নিতে পারেননি দলের তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় গেম চেঞ্জার ঋষভ পন্তও ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। সম্প্রতি মিডল অর্ডারকে শক্তিশালী করা শ্রেয়স আইয়ারও পিঠের সমস্যার কারণে ফাইনাল ম্যাচের বাইরে। কেএল রাহুলও চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন।

যদিও রোহিতের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে কোনো মন্তব্য করা হয়নি। চোট কতটা গুরুতর, সেসবও জানা যায়নি। ফলে রোহিতের চোটের অবস্থা কী বা তিনি খেলতে পারবেন কি না, তা জানা যাবে আগামীকালই।

ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ইশান কিশান (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

সাম্প্রতিকতম

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

গরম পড়তেই চুলের দফারফা! চিন্তা নেই, সহজ এই উপায় জানলেই হবে মুশকিল আসান

Hair Care: গ্রীষ্মের জ্বালায় নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বাড়ি থেকে বেরোনো যেন এক প্রকার দায়...

গরম নিয়ে আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না

শ্রয়ণ সেন আতঙ্ক! আতঙ্ক! আতঙ্ক! সমাজমাধ্যমের পাতা ওলটালেই গরম নিয়ে চূড়ান্ত আতঙ্কজনক খবর! মানুষ গরম অনুভব...

আরও পড়ুন

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া: ২৫৩-৭ (হরজস সিং ৫৫, হিউ ওয়েবগেন ৪৮, রাজ লিমবানি ৩-৩৮, নমন তিওয়ারি ২-৬৩)...

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: সচিন ধস আর উদয় সহরনের জুটি ভারতকে পৌঁছে দিল ফাইনালে     

দক্ষিণ আফ্রিকা: ২৪৪-৭ (প্রেতোরিয়াস ৭৬, সেলেতসোয়ানে ৬৪, লিমবানি ৩-৬০, মুশির ২-৪৩) ভারত: ২৪৮-৮ (সচিন ধস...