Homeখেলাধুলোক্রিকেটঅনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

অনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

প্রকাশিত

বুধবার (৭ জুন) থেকে ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত। ঠিক আগে টিম ইন্ডিয়ার সামনে নতুন সমস্যা দেখা দিয়েছে। নেটে অনুশীলনের সময় বুড়ো আঙুলে আঘাত পান অধিনায়ক রোহিত শর্মা। বল লেগেই মাঠের বাইরে চলে যান রোহিত শর্মা। তার পরই জল্পনা জল্পনা ছড়ায়, রোহিত শর্মার চোট গুরুতর এবং তিনি ফাইনালের অংশ নিতে পারবেন না।

নেটে ব্যাটিংয়ের সময় তাঁর বাম হাতের বুড়ু আঙুলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়। এরপর ফিজিওর তত্ত্বাবধানে তাঁকে দেখা যায়। তবে এই ঘটনার কিছুক্ষণ পরই মাঠে অনুশীলনে ফিরে আসনে রোহিত শর্মা। ডব্লিউটিসি ফাইনালে রোহিত শর্মার খেলা এখন প্রায় নিশ্চিত হিসেবেই ধরা নেওয়া যেতে পারে।

রোহিত শর্মার চোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বল জালে পড়ার সঙ্গেই মাঠে পৌঁছে যান ফিজিও। রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙুলে টেপ লাগিয়ে তাঁকে মাঠ থেকে বের করে আনা হয়। তবে, ফের তিনি মাঠে ফিরেছিলেন। রোহিত শর্মার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা।

বলে রাখা ভালো, ডব্লিউটিসি ফাইনালের আগে, টিম ইন্ডিয়া ইতিমধ্যেই খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তায় পড়়েছে। পিঠের অস্ত্রোপচারের কারণে ফাইনালে অংশ নিতে পারেননি দলের তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় গেম চেঞ্জার ঋষভ পন্তও ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। সম্প্রতি মিডল অর্ডারকে শক্তিশালী করা শ্রেয়স আইয়ারও পিঠের সমস্যার কারণে ফাইনাল ম্যাচের বাইরে। কেএল রাহুলও চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন।

যদিও রোহিতের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে কোনো মন্তব্য করা হয়নি। চোট কতটা গুরুতর, সেসবও জানা যায়নি। ফলে রোহিতের চোটের অবস্থা কী বা তিনি খেলতে পারবেন কি না, তা জানা যাবে আগামীকালই।

ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ইশান কিশান (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?