Homeখেলাধুলোক্রিকেটঅনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

অনুশীলনে চোট রোহিত শর্মার! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন তো

প্রকাশিত

বুধবার (৭ জুন) থেকে ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত। ঠিক আগে টিম ইন্ডিয়ার সামনে নতুন সমস্যা দেখা দিয়েছে। নেটে অনুশীলনের সময় বুড়ো আঙুলে আঘাত পান অধিনায়ক রোহিত শর্মা। বল লেগেই মাঠের বাইরে চলে যান রোহিত শর্মা। তার পরই জল্পনা জল্পনা ছড়ায়, রোহিত শর্মার চোট গুরুতর এবং তিনি ফাইনালের অংশ নিতে পারবেন না।

নেটে ব্যাটিংয়ের সময় তাঁর বাম হাতের বুড়ু আঙুলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়। এরপর ফিজিওর তত্ত্বাবধানে তাঁকে দেখা যায়। তবে এই ঘটনার কিছুক্ষণ পরই মাঠে অনুশীলনে ফিরে আসনে রোহিত শর্মা। ডব্লিউটিসি ফাইনালে রোহিত শর্মার খেলা এখন প্রায় নিশ্চিত হিসেবেই ধরা নেওয়া যেতে পারে।

রোহিত শর্মার চোটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বল জালে পড়ার সঙ্গেই মাঠে পৌঁছে যান ফিজিও। রোহিত শর্মার বাঁ হাতের বুড়ো আঙুলে টেপ লাগিয়ে তাঁকে মাঠ থেকে বের করে আনা হয়। তবে, ফের তিনি মাঠে ফিরেছিলেন। রোহিত শর্মার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা।

বলে রাখা ভালো, ডব্লিউটিসি ফাইনালের আগে, টিম ইন্ডিয়া ইতিমধ্যেই খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তায় পড়়েছে। পিঠের অস্ত্রোপচারের কারণে ফাইনালে অংশ নিতে পারেননি দলের তারকা ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় গেম চেঞ্জার ঋষভ পন্তও ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। সম্প্রতি মিডল অর্ডারকে শক্তিশালী করা শ্রেয়স আইয়ারও পিঠের সমস্যার কারণে ফাইনাল ম্যাচের বাইরে। কেএল রাহুলও চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন।

যদিও রোহিতের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারি ভাবে কোনো মন্তব্য করা হয়নি। চোট কতটা গুরুতর, সেসবও জানা যায়নি। ফলে রোহিতের চোটের অবস্থা কী বা তিনি খেলতে পারবেন কি না, তা জানা যাবে আগামীকালই।

ডব্লিউটিসি ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কে রাহানে, ইশান কিশান (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকট।

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, সূর্যকুমার যাদব

সাম্প্রতিকতম

ইউনিয়ন ব্যাঙ্কে ৫০০ পদে নিয়োগ, মাসে বেতন ৭০ হাজার, আবেদন করুন ২০ মে’র মধ্যে

ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে ৫০০ শূন্যপদে নিয়োগ, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু ৩০ এপ্রিল থেকে, শেষ তারিখ ২০ মে।

আন্তর্জাতিক ঋণপ্রদান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান, IMF-বিশ্বব্যাঙ্ক-ADB-র সঙ্গে বৈঠকে বসছে ভারত

পাকিস্তানে আন্তর্জাতিক ঋণ কীভাবে ব্যবহার হচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন ভারত। অর্থমন্ত্রক শীঘ্রই IMF, বিশ্বব্যাঙ্ক ও ADB-র সঙ্গে বৈঠকে বসছে ঋণের পরিমাণ কমানোর দাবিতে।

জাতীয় জনগণনায় জাতভিত্তিক গণনা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, কেন্দ্র নিল আরও ৩ বড় পদক্ষেপ

জাতীয় জনগণনায় এবার জাতভিত্তিক তথ্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার ইতিহাস জানার সুযোগ, সাবর্ণ সংগ্রহশালায় ইন্টার্নশিপের সুযোগ ছাত্রছাত্রীদের জন্য

কলকাতার ইতিহাস ও সংস্কৃতি জানার দুর্দান্ত সুযোগ! সাবর্ণ সংগ্রহশালায় ছাত্রছাত্রীদের জন্য শুরু হচ্ছে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফে যাওয়ার লড়াইয়ে থাকল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স: ২০৪-৯ (অঙ্গকৃশ রঘুবংশী ৪৪, রিঙ্কু সিংহ ৩৬, মিচেল স্টার্ক ৩-৪৩, অক্ষর...

সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে শতরান করে আইপিএল-এ ইতিহাস গড়ল ১৪ বছরের বৈভব সূর্যবংশী

খবর অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ২৮ এপ্রিল – আইপিএল-এর ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত...

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে