Homeখেলাধুলোক্রিকেটআইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: কোন কোন দেশ সেমিফাইনালে যাবে, কী বললেন আমলা,...

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: কোন কোন দেশ সেমিফাইনালে যাবে, কী বললেন আমলা, গেইল আর গম্ভীর

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটের বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। এ বার বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে ভারত। ইতিমধ্যে ভারতের বিভিন্ন স্থানে শুরু হয়ে গিয়েছে ওয়ার্ম আপ ম্যাচ।

এ বারের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে কোন কোন দেশ খেলতে পারে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বের তিন প্রাক্তন ক্রিকেটার। উল্লেখযোগ্য বিষয় হল, তিনজনের তালিকাতেই দুটি দেশ রয়েছে – ভারত ও ইংল্যান্ড। বাকি দুটি সম্ভাব্য দেশ কী হতে পারে তা নিয়ে মতভেদ রয়েছে। বাকি দুটি সেমিফাইনালিস্ট হিসেবে চারটি দেশের নাম উঠে এসেছে – পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

হাশিম আমলার বাছাই: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হাশিম আমলার অবদান ‘অসাধারণ’ বললে কম বলা হয়। একদিনের আন্তর্জাতিক ম্যাচে আমলা রান করেছেন ৮১১৩ রান, টেস্টে তাঁর রান ৯২৮২ এবং টি২০-তে ১২০০ রানের বেশি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে আমলার অবদান কার্যত এক ইতিহাস। ২০১৪-এর জুন থেকে ২০১৬-এর জানুয়ারি পর্যন্ত হাশিম আমলা দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন।    

হাশিম আমলার মতে যে চার দেশ সেমিফাইনালে যেতে পারে তারা হল ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ৪১ বছর বয়সি আমলা স্পষ্ট বলেছেন, “আমি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের নাম বলব।”

ক্রিস গেইলের বাছাই: ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

স্টার স্পোর্টস ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে মারকুটে ব্যাটিং-এর জন্য বিখ্যাত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল তাঁর মনের কথা বলেছেন। সেমিফাইনালে তাঁর বাছাই ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। হাসিম আমলার সঙ্গে তাঁর এক জায়গাতেই তফাত। সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসাবে আমলা যেখানে নিজের দেশের নাম করেছেন সেখানে ক্রিস গেইল বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে।

ভারত খেলবে তার ঘরের মাঠে। তা ছাড়া ভারতের ব্যাটিং ও বোলিং লাইন-আপ দুর্ধর্ষ। তাই স্বাভাবিক ভাবেই ক্রিসের প্রথম বাছাই হিসাবে উঠে এসেছে ভারতের নাম। পাকিস্তানের ক্রিকেটারদের যা দক্ষতা তা দেখেই এই দলকে সেমিফাইনালে রেখেছেন গেইল। গেইলের মতে, ইংল্যান্ড টিমে একদিকে রয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় আর অন্যদিকে নতুন ট্যালেন্ট। দুইয়ের সংমিশ্রণে ইংল্যান্ড সম্ভাব্য সেমিফাইনালিস্ট বলে মনে করেন গেইল। ইদানীং আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া একটা নাম। তাই গেইলের আর-এক বাছাই হল অস্ট্রেলিয়া।

গৌতম গম্ভীরের বাছাই: ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ছিলেন ২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারত দলের ওপেনিং ব্যাটার। সে বার ফাইনালে শ্রী লঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৯৭ রান।

বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ নিজের দেশ ভারতকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসাবে বেছে নিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর মতে, ঘরের মাঠে পরিচিত পরিবেশে খেলার সুবিধা পাবে ভারত। এর একটা ইতিবাচক দিক আছেই। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সাম্প্রতিক বছরগুলিতে ইংল্যান্ডের পারফরম্যান্স বেশ ভালো। তাই গম্ভীরের আর-এক বাছাই ইংল্যান্ড। গম্ভীর মনে করেন, আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ছাড়া কিছু ভাবাই যায় না। বিশ্বকাপের মতো এই অতি সম্মানজনক ক্রিকেট-আসরে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সুতরাং তাঁর মতে, সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে অস্ট্রেলিয়ার নাম রাখতেই হয়। এবং গম্ভীরের মতে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট ও টম লাথামের নিউজিল্যান্ড এ বারের বিশ্বকাপে ডার্ক হর্স। তাই সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে নিউজিল্যান্ডের নাম থাকছেই।  

আরও পড়ুন

আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের চূড়ান্ত দল ঘোষণা, অক্ষর পটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...