Homeখেলাধুলোক্রিকেটদ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

দ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭) এবং ১৮১/২ ডিক্লেয়ার (রোহিত ৫৭, ঈশান ৫৩, যশস্বী ৩৮

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, সিরাজ ৫/৬০, মুকেশ ২/৪৮, জাডেজা ২/৩৭) এবং ৭৬/২ (ব্রেথওয়েট ২৮, চন্দ্রপল ২৪*, ব্ল্যাকউড ২০, অশ্বিন ২/১০)

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বেশ টানটান হয়ে উঠতে চলেছে। এক দিকে, এই টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। আর অন্য দিকে, আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ!

তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটে ২২৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ দিন সকালে মাত্র ৭.৪ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিয়েছিল ভারত।

এর পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের টার্গেট খাড়া করে। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আয়োজক দেশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে ফেলেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে জিততে হলে ২৮৯ রান করতে হবে। পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। এর জন্য প্রায় ৯৮ ওভার পাবে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে সিরাজ মোট পাঁচটি উইকেট শিকার করেন। মুকেশ কুমার দুটো উইকেট শিকার করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ক্রমে তাদের ফলোঅন বাঁচাতে সক্ষম হয়।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। যশস্বী জয়সওয়াল ৭১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত তাঁর কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরিটা মাত্র ৩৫ বলে হাঁকান। রোহিত ৪৪ বলে পাঁচটি চার এবং তিনটে ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। ঈশান ৫২ ও শুভমন ২৯ রানে অপরাজিত থাকেন।

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান করে অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিন নম্বরে কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। চার নম্বরে নামা জার্মেইন ব্ল্যাকউড জুটি বাঁধেন চন্দ্রপলের সঙ্গে। দিনের শেষ পর্যন্ত তাঁরাই উইকেটে ছিলেন। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৭৬। চন্দ্রপল ২৪ ও ২০ রানে ব্যাট করছেন ব্ল্য়াকউড।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ, অন্তত ৮ জনের মৃত্যু! কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...