ভারত: ১৯৬-৫ (হার্দিক পাণ্ড্য ৫০ নট আউট, বিরাট কোহলি ৩৭, তানজিম হাসান সাকিব ২-৩২, রিশাদ হোসেন ২-৪৩)
বাংলাদেশ: ১৪৬-৮ (নাজমুল হোসেন শান্ত ৪০, তানজিদ সসান ২৯, কুলদীপ যাদব ৩-১৯, জসপ্রীত বুমরাহ ২-১৩)
খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্যর ব্যাট আর কুলদীপ যাদবের বল এবারের টি২০ বিশ্বকাপে সুপার ৮-এ দ্বিতীয় জয় এনে দিল। বাংলাদেশকে তারা হারাল ৫০ রানে। ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে বাংলাদেশ। আর কিছুক্ষণ পরেই অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আফগানিস্তানের। এই ম্যাচে যদি আফগানিস্তানকে হারাতে পারে অস্ট্রেলিয়া, তা হলে অস্ট্রেলিয়া এবং ভারত দুটি, দলই সেমিফাইনালে পৌঁছে যাবে।
শনিবার সুপার ৮-এর গ্রুপ ‘১’-এর ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং বাংলাদেশ। অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে ভারত। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৫ উইকেটে ১৯৬। হার্দিক পাণ্ড্য (২৭ বলে ৫০ রান নট আউট) এবং কিছুটা বিরাট কোহলি (২৮ বলে ৩৭ রান), ঋষভ পন্থ (২৪ বলে ৩৬ রান) ও শিবম দুবের (২৪ বলে ৩৪ রান) ব্যাটিংয়ের দৌলতে ভারত পৌঁছে যায় ১৯৬ রানে, ৬ উইকেট খুইয়ে। বাংলাদেশের হয়ে উইকেট তোলেন তানজিম হাসান সাকিব (৩২ রান দিয়ে ২ উইকেট), রিশাদ হোসেন (৪৩ রান দিয়ে ২ উইকেট) এবং শাকিব আল হাসান (৩৭ রানে দিয়ে ১ উইকেট)।
জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছোনোর জন্য রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দ্রুত উইকেট খোয়াতে থাকে। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। কোনো উইকেটের জুটিতেই বড়ো কোনো রান ওঠেনি। সবচেয়ে বেশি রান ওঠে তানজিদ হাসান ও লিটন দাসের জুটিতে, ৩৫ রান। এর থেকেই অনুমেয় কী ভাবে খুব বেশি রান না করে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত, ৩২ বলে ৪০ রান। ভারতের হয়ে বোলিং-এ কৃতিত্ব প্রদর্শন করলেন কুলদীপ যাদব (১৯ রান দিয়ে ৩ উইকেট), জসপ্রীত বুমরাহ (১৩ রান দিয়ে ২ উইকেট) এবং অর্শদীপ সিং (৩০ রান দিয়ে ২ উইকেট)। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন হার্দিক পাণ্ড্য।
আরও পড়ুন