Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ১ম টি২০: সূর্যকুমাররা জয় ছিনিয়ে নিলেন ১১.৫ ওভারেই  

ভারত-বাংলাদেশ ১ম টি২০: সূর্যকুমাররা জয় ছিনিয়ে নিলেন ১১.৫ ওভারেই  

প্রকাশিত

বাংলাদেশ: ১২৭ (১৯.৫ ওভারে) (মেহেদি হাসান মিরাজ ৩৫ নট আউট, নাজমুল হোসেন শান্ত ২৭, অর্শদীপ সিং ৩-১৪, বরুণ চক্রবর্তী ৩-৩১)  

ভারত: ১৩২-৩ (১১.৫ ওভারে) (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, সূর্যকুমার যাদব ২৯, সঞ্জু স্যামসন ২৯, মেহেদি হাসান মিরাজ ১-৭)

গ্বালিয়র: ভারতের তরুণ দলের কাছে হার মানল বাংলাদেশের অভিজ্ঞ দল। টি২০ ম্যাচে মাত্র ১১.৫ ওভারেই জয় ছিনিয়ে নিল ভারত। এর জন্য মূল কৃতিত্ব পেসার অর্শদীপ সিং এবং স্পিনার বরুণ চক্রবর্তীর। অর্শদীপ-বরুণের বোলিংয়ের তাণ্ডবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই গুটিয়ে গেল ১২৭ রানে। ভারতের হার্দিক-সূর্যকুমার-সঞ্জু সেই রান তুলে ফেললেন ৪৯ বল বাকি থাকতে। মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট দখল করে এদিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অর্শদীপ সিং। এদিন আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হল ভারতের ময়াঙ্ক যাদব এবং নীতীশ কুমার রেড্ডির।

৩টি করে উইকেট নিলেন অর্শদীপ-বরুণ

রবিবার গ্বালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত-বাংলাদেশ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে বাংলাদেশ। ১৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। দুজনকেই তুলে নেন অর্শদীপ সিং। পারভেজকে বোল্ড করেন আর লিটন ক্যাচ দেন রিঙ্কু সিংকে।

জয়ী ভারত। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

এরপর দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ২৬ রান। দলের ৪০ রানে হৃদয় (১৮ বলে ১২ রান) ফিরে যান বরুণ চক্রবর্তীর বলে হার্দিক পাণ্ড্যকে ক্যাচ দিয়ে। এরপরেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একমাত্র অষ্টম উইকেটের জুটিতে মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদ আবার ইনিংসে কিছুটা থিতু আনার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্য তাসকিনের। দলের ১১৬ রানের মাথায় তিনি রান আউট হন। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ১২৭ রানে। তখনও ১ বল বাকি ছিল নির্ধারিত ২০ ওভারের। মেহেদি হাসান মিরাজ ৩২ বলে ৩৫ রান করে নট আউট থাকেন। ৩টি করে উইকেট নেন অর্শদীপ সিং (১৪ রান দিয়ে) এবং বরুণ চক্রবর্তী (৩১ রান দিয়ে)। বাকি ৩টি উইকেট ভাগ করে নেন হার্দিক পাণ্ড্য, ময়াঙ্ক যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

ঝড়ের বেগে লক্ষ্যমাত্রায় পৌঁছোল ভারত

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছোতে ঝড়ের বেগে রান তাড়া করতে শুরু করে ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। প্রথম ২ ওভারে তাঁরা তোলেন ২৫ রান। দুর্ভাগ্য অভিষেকের। ৭ বলে ১৬ রান করে রান আউট হয়ে যান। সঞ্জুকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁরা দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ করেন ৪০ রান। সেই ৪০ রান আসে মাত্র ২১ বলে। সঞ্জুর চেয়ে সূর্যকুমার বেশি বিধ্বংসী ছিলেন। দলের ৬৫ রানে মুস্তাফিজুর রহমানের বলে জাকের আলিকে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্যকুমার (১৪ বলে ২৯ রান)।

রান ওঠার গতি কিন্তু কমেনি। পরবর্তী ১৪ বলে ১৫ রান যোগ হয় তৃতীয় উইকেটের জুটিতে। ১৯ বলে ২৯ রান করে মেহেদি হাসান মিরাজের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে সঞ্জু যখন ফিরে যান ভারতের স্কোর তখন ৮০। এর পর হার্দিক পাণ্ড্য (১৬ বলে ৩৯ রান) এবং নীতীশ কুমার রেড্ডি (১৫ বলে ১৬ রান) ভারতকে জয়ে পৌঁছে দেন। তখন সবেমাত্র নির্ধারিত ২০ ওভারের ১১.৫ ওভার হয়েছে। ভারত জিতে গেল ৭ উইকেটে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।