বাংলাদেশ: ৫১ (১৭.৫ ওভার) (নাইগার সুলতানা ১২, পূজা বস্ত্রকর ৪-১৭)
ভারত: ৫২-২ (৮.২ ওভার) (জেমিমা রডরিগস ২০ নট আউট, শেফালি বর্মা ১৭, ফহিমা খাতুন ১-৭)
হ্যাংঝাউ (চিন): এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে রুপো নিশ্চিত করল ভারত। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তারা ফাইনালে উঠল। ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত।
ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে রবিবার আয়োজিত ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ৫১ রান। জবাবে ২টি উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় ভারত। এ দিন ভারতের জয়ের মূলে ছিলেন পূজা বস্ত্রকর। তিনি ১৭ রানে ৪ উইকেট দখল করেন।
পুরো ২০ ওভার টিকল না বাংলাদেশ
টসে জিতে বাংলাদেশ ব্যাট নেয়। কিন্তু তারা পুরো ২০ ওভার টিকতে পারেনি। ১৭.৫ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায়। কোনো ব্যাটারই ভারতের বোলারদের বিরুদ্ধে টিকতে পারেননি। দুই অঙ্কে পৌঁছোয় একমাত্র নাইগার সুলতানার রান। তিনি ১২ রান করেন
দলের স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন বাংলাদেশের অন্যতম ওপেনার সাথি রানি। বিধ্বংসী বস্ত্রকরের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর পর দলের ১ রানে দ্বিতীয় উইকেট পড়ে। সেই বস্ত্রকর এলবিডব্লিউ করে দেন আরেক ওপেনার শামিমা সুলতানাকে।
এ ভাবেই পর পর উইকেট পড়তে থাকে বাংলাদেশের। তৃতীয় উইকেটের জুটিতে উইকেট পতন একটু থেমে থাকে। ওই জুটিতে ১৭ রান যোগ হওয়ার পর আউট হন শোভনা মস্তারি। তাঁকেও তুলে নেন বস্ত্রকর। বাংলাদেশের বাকি উইকেটগুলি পড়ে দলের ২১, ২৫, ২৫, ৩৩, ৩৯, ৫০, ৫১ এবং ৫২ রানে। বস্ত্রকর ছাড়া ভারতের চার বোলার ১টি উইকেট নেন। বাংলাদেশের ২ জন ব্যাটার রান আউট হন।
২টি উইকেট হারাল ভারত
জয়ের জন্য ৫২ রানে তাড়া করতে গিয়ে ভারত কোনো তাড়াহুড়ো করেনি। অঢেল ওভার ছিল তাদের হাতে। প্রথম উইকেটে ১৯ রান যোগ হওয়ার পর স্মৃতি মন্ধানা মারুফা আকতারের বলে শামিমা সুলতানাকে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। শেফালি বর্মার সঙ্গী হন জেমিমা রডরিগস। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা দলের রান পৌঁছে দেন ৪০ রানে। ফহিমা খাতুনের বলে বোল্ড হন শেফালি।
রডরিগসের সঙ্গে জুটি বাঁধেন কনিকা আহুজা। তাঁরা অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত ৮.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। রডরিগস ২০ রানে এবং আহুজা ১ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন