Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড মহিলা ক্রিকেট: বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত করল ভারত

এশিয়াড মহিলা ক্রিকেট: বাংলাদেশকে হারিয়ে রুপো নিশ্চিত করল ভারত

প্রকাশিত

বাংলাদেশ: ৫১ (১৭.৫ ওভার) (নাইগার সুলতানা ১২, পূজা বস্ত্রকর ৪-১৭)

ভারত: ৫২-২ (৮.২ ওভার) (জেমিমা রডরিগস ২০ নট আউট, শেফালি বর্মা ১৭, ফহিমা খাতুন ১-৭)

হ্যাংঝাউ (চিন): এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে রুপো নিশ্চিত করল ভারত। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে তারা ফাইনালে উঠল। ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ভারত।

ঝেজিয়াং ইউনিভার্সিটি টেকনোলজি ক্রিকেট ফিল্ডে রবিবার আয়োজিত ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ৫১ রান। জবাবে ২টি উইকেট হারিয়ে ওই রান তুলে নেয় ভারত। এ দিন ভারতের জয়ের মূলে ছিলেন পূজা বস্ত্রকর। তিনি ১৭ রানে ৪ উইকেট দখল করেন।

পুরো ২০ ওভার টিকল না বাংলাদেশ

টসে জিতে বাংলাদেশ ব্যাট নেয়। কিন্তু তারা পুরো ২০ ওভার টিকতে পারেনি। ১৭.৫ ওভারে তাদের ইনিংস শেষ হয়ে যায়। কোনো ব্যাটারই ভারতের বোলারদের বিরুদ্ধে টিকতে পারেননি। দুই অঙ্কে পৌঁছোয় একমাত্র নাইগার সুলতানার রান। তিনি ১২ রান করেন

দলের স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই আউট হন বাংলাদেশের অন্যতম ওপেনার সাথি রানি। বিধ্বংসী বস্ত্রকরের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর পর দলের ১ রানে দ্বিতীয় উইকেট পড়ে। সেই বস্ত্রকর এলবিডব্লিউ করে দেন আরেক ওপেনার শামিমা সুলতানাকে।

এ ভাবেই পর পর উইকেট পড়তে থাকে বাংলাদেশের। তৃতীয় উইকেটের জুটিতে উইকেট পতন একটু থেমে থাকে। ওই জুটিতে ১৭ রান যোগ হওয়ার পর আউট হন শোভনা মস্তারি। তাঁকেও তুলে নেন বস্ত্রকর। বাংলাদেশের বাকি উইকেটগুলি পড়ে দলের ২১, ২৫, ২৫, ৩৩, ৩৯, ৫০, ৫১ এবং ৫২ রানে। বস্ত্রকর ছাড়া ভারতের চার বোলার ১টি উইকেট নেন। বাংলাদেশের ২ জন ব্যাটার রান আউট হন।

২টি উইকেট হারাল ভারত

জয়ের জন্য ৫২ রানে তাড়া করতে গিয়ে ভারত কোনো তাড়াহুড়ো করেনি। অঢেল ওভার ছিল তাদের হাতে। প্রথম উইকেটে ১৯ রান যোগ হওয়ার পর স্মৃতি মন্ধানা মারুফা আকতারের বলে শামিমা সুলতানাকে ক্যাচ দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। শেফালি বর্মার সঙ্গী হন জেমিমা রডরিগস। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা দলের রান পৌঁছে দেন ৪০ রানে। ফহিমা খাতুনের বলে বোল্ড হন শেফালি।

রডরিগসের সঙ্গে জুটি বাঁধেন কনিকা আহুজা। তাঁরা অবিচ্ছেদ্য থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভারত ৮.২ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। রডরিগস ২০ রানে এবং আহুজা ১ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন

এশিয়াডের প্রথম দিনেই ৫ পদক! বঙ্গতনয়া মেহুলির হাত ধরে শুটিংয়ে রুপো, রোয়িংয়ে চমকপ্রদ সাফল্য ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...