Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

প্রকাশিত

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮)

ভারত: ১৬৬-৮ (তিলক বর্মা ৭২ নট আউট, ওয়াশিংটন সুন্দর ২৬, ব্রাইডন কার্স ৩-২৯)

চেন্নাই: একটা সময়ে ধরেই নেওয়া হয়েছিল প্রথম টি২০ ম্যাচে হারের প্রতিশোধ নিতে চলেছে ইংল্যান্ড। শনিবার তারা বেশ সক্রিয় ছিল। ভারতের ১২৬ রানের মধ্যে ৭ জনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তখনও ভারত জয় থেকে ৪০ রান দূরে। হাতে মাত্র ৫.১ ওভার। সবই হল। কিন্তু ভারতের তিন নম্বর ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো গেল না। ৫৫ বলে ৭২ রান করে নট আউট থাকলেন তিলক বর্মা। নবম উইকেটে রবি বিশ্নোইকে সঙ্গে নিয়ে ২০ রানের জুটি গড়ে চার বল বাকি থাকতেই দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক।

ইংল্যান্ডের ১৬৫ লড়াই করার পক্ষে ভালোই রসদ

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হয় শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যথারীতি ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। গত দিনের তুলনায় এ দিন ইংল্যান্ডকে অনেক স্থিতধী দেখিয়েছে। দুই ওপেনার ফিল সল্‌ট এবং বেন ডাকেট দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ইংল্যান্ডের ইনিংসে পতন আটকান যথারীতি দলের অধিনায়ক জোস বাটলার। সল্‌টকে তুলে নেন অর্শদীপ সিংহ এবং ডাকেটকে তুলে নেন ওয়াশিংটন সুন্দর।

হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে পাশে নিয়ে বাটলার করেন ৩০ বলে ৪৫ রান। অক্ষর পটেলের বলে তিলক বর্মাকে ক্যাচ দিয়ে বাটলার যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দলের রান ৪ উইকেটে ৭৭। হাতে তখন রয়েছে ১০.৩ ওভার। জেমি স্মিথ (১২ বলে ২২ রান) এবং ব্রাইডন কার্সের (১৭ বলে ৩১ রান) বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ১০.৩ ওভারে ইংল্যান্ড আরও যোগ করে ৮৮ রান। দলের স্কোর দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান। ইংল্যান্ডের উইকেটগুলি ভারতের ছয় বোলার ভাগাভাগি করে নেন। অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট পান এবং অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পাণ্ড্য এবং অভিষেক শর্মা ১টি করে উইকেট পান। ভাগ্য খারাপ রবি বিশ্নোইয়ের। ৪ ওভার বল করেও ১টা উইকেটও জুটল না। ইংল্যান্ড করল ১৬৫ রান, লড়াই করার পক্ষে ভালোই রসদ।

দলের জয়ের পরে উচ্ছ্বসিত তিলক বর্মা। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

তিলককে টলাতে পারল না ইংল্যান্ড  

জয়ের জন্য ভারতকে করতে হবে ১৬৬ রান। তারা শুরুও করেছিল ভালোই। ১৯ রানের মধ্যে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয় উইকেটের জুটিতে বাদ সাধলেন তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ভারতের দুর্ভাগ্য। দলের ৫৮ রানে সূর্যকুমার ব্রাইটন কার্সের বলে বোল্ড হতেই অল্প রানের মধ্যে ভারত আরও ২ উইকেট হারাল। ফিরে গেলেন ধ্রুব জুরেল (৫ বলে ৪ রান এবং হার্দিক পাণ্ড্য (৬ বলে ৭ রান)।

দলের স্কোর তখন ৫ উইকেটে ৭৮ রান। জয় তখনও ৮৮ রান দূরে, হাতে ১০.৫ ওভার। কিন্তু ৩ নম্বর ব্যাটার তিলক তো ক্রিজে। সঙ্গী পেলেন ওয়াশিংটন সুন্দরকে। দু’জনে মিলে ৪.৩ ওভারে যোগ করলেন ৩৮ রান। দলের ১১৬ রানের মাথায় সুন্দর (১৯ বলে ২৬ রান) প্যাভিলিয়নে ফিরতেই দলকে জয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেন তিলক। অন্য প্রান্তে অক্ষর পটেল, অর্শদীপ সিংহকে প্রায় দর্শকের ভূমিকায় রেখে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন তিলক। দলের ১৪৬ রানে অর্শদীপ প্যাভিলিয়নে ফিরে যেতে তিলককে সাহায্য করতে সক্রিয় হন রবি বিশ্নোই। নবম উইকেটো যে ২০ রান যোগ হয় তার মধ্যে ৯ রান আসে তিলকের ব্যাট থেকে। ৫ বলে ৯ রান করে রবি নট আউট থাকেন। অন্য প্রান্তে ৫৫ বলে ৭২ করে নট আউট থেকে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন তিলক। খুব স্বাভাবিক ভাবেই এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন তিলক বর্মা।                         

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...