Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

প্রকাশিত

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮)

ভারত: ১৬৬-৮ (তিলক বর্মা ৭২ নট আউট, ওয়াশিংটন সুন্দর ২৬, ব্রাইডন কার্স ৩-২৯)

চেন্নাই: একটা সময়ে ধরেই নেওয়া হয়েছিল প্রথম টি২০ ম্যাচে হারের প্রতিশোধ নিতে চলেছে ইংল্যান্ড। শনিবার তারা বেশ সক্রিয় ছিল। ভারতের ১২৬ রানের মধ্যে ৭ জনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিল ইংল্যান্ড। তখনও ভারত জয় থেকে ৪০ রান দূরে। হাতে মাত্র ৫.১ ওভার। সবই হল। কিন্তু ভারতের তিন নম্বর ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো গেল না। ৫৫ বলে ৭২ রান করে নট আউট থাকলেন তিলক বর্মা। নবম উইকেটে রবি বিশ্নোইকে সঙ্গে নিয়ে ২০ রানের জুটি গড়ে চার বল বাকি থাকতেই দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক।

ইংল্যান্ডের ১৬৫ লড়াই করার পক্ষে ভালোই রসদ

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হয় শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব যথারীতি ব্যাট করতে পাঠান ইংল্যান্ডকে। গত দিনের তুলনায় এ দিন ইংল্যান্ডকে অনেক স্থিতধী দেখিয়েছে। দুই ওপেনার ফিল সল্‌ট এবং বেন ডাকেট দ্রুত প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ইংল্যান্ডের ইনিংসে পতন আটকান যথারীতি দলের অধিনায়ক জোস বাটলার। সল্‌টকে তুলে নেন অর্শদীপ সিংহ এবং ডাকেটকে তুলে নেন ওয়াশিংটন সুন্দর।

হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে পাশে নিয়ে বাটলার করেন ৩০ বলে ৪৫ রান। অক্ষর পটেলের বলে তিলক বর্মাকে ক্যাচ দিয়ে বাটলার যখন প্যাভিলিয়নে ফেরেন তখন দলের রান ৪ উইকেটে ৭৭। হাতে তখন রয়েছে ১০.৩ ওভার। জেমি স্মিথ (১২ বলে ২২ রান) এবং ব্রাইডন কার্সের (১৭ বলে ৩১ রান) বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ১০.৩ ওভারে ইংল্যান্ড আরও যোগ করে ৮৮ রান। দলের স্কোর দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান। ইংল্যান্ডের উইকেটগুলি ভারতের ছয় বোলার ভাগাভাগি করে নেন। অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট পান এবং অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পাণ্ড্য এবং অভিষেক শর্মা ১টি করে উইকেট পান। ভাগ্য খারাপ রবি বিশ্নোইয়ের। ৪ ওভার বল করেও ১টা উইকেটও জুটল না। ইংল্যান্ড করল ১৬৫ রান, লড়াই করার পক্ষে ভালোই রসদ।

দলের জয়ের পরে উচ্ছ্বসিত তিলক বর্মা। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

তিলককে টলাতে পারল না ইংল্যান্ড  

জয়ের জন্য ভারতকে করতে হবে ১৬৬ রান। তারা শুরুও করেছিল ভালোই। ১৯ রানের মধ্যে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তৃতীয় উইকেটের জুটিতে বাদ সাধলেন তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ভারতের দুর্ভাগ্য। দলের ৫৮ রানে সূর্যকুমার ব্রাইটন কার্সের বলে বোল্ড হতেই অল্প রানের মধ্যে ভারত আরও ২ উইকেট হারাল। ফিরে গেলেন ধ্রুব জুরেল (৫ বলে ৪ রান এবং হার্দিক পাণ্ড্য (৬ বলে ৭ রান)।

দলের স্কোর তখন ৫ উইকেটে ৭৮ রান। জয় তখনও ৮৮ রান দূরে, হাতে ১০.৫ ওভার। কিন্তু ৩ নম্বর ব্যাটার তিলক তো ক্রিজে। সঙ্গী পেলেন ওয়াশিংটন সুন্দরকে। দু’জনে মিলে ৪.৩ ওভারে যোগ করলেন ৩৮ রান। দলের ১১৬ রানের মাথায় সুন্দর (১৯ বলে ২৬ রান) প্যাভিলিয়নে ফিরতেই দলকে জয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নেন তিলক। অন্য প্রান্তে অক্ষর পটেল, অর্শদীপ সিংহকে প্রায় দর্শকের ভূমিকায় রেখে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন তিলক। দলের ১৪৬ রানে অর্শদীপ প্যাভিলিয়নে ফিরে যেতে তিলককে সাহায্য করতে সক্রিয় হন রবি বিশ্নোই। নবম উইকেটো যে ২০ রান যোগ হয় তার মধ্যে ৯ রান আসে তিলকের ব্যাট থেকে। ৫ বলে ৯ রান করে রবি নট আউট থাকেন। অন্য প্রান্তে ৫৫ বলে ৭২ করে নট আউট থেকে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন তিলক। খুব স্বাভাবিক ভাবেই এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন তিলক বর্মা।                         

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।