Homeখেলাধুলোক্রিকেটইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল...

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

প্রকাশিত

ইডেন গার্ডেন্সে রবিবার যেন দু’টি আলাদা ম্যাচ দেখা গেল—একদিকে টেম্বা বাভুমার ধৈর্য, অন্যদিকে ভারতীয় ব্যাটিংয়ের ভেঙে পড়া স্নায়ু। লক্ষ্য মাত্র ১২৪। এমন রান সাধারণ পরিস্থিতিতে ভারতের জন্য নেহাতই সহজ। কিন্তু ইডেনের ঘূর্ণি-সহায়ক পিচে সেই লক্ষ্যই হয়ে উঠল ভয়ঙ্কর। চতুর্থ ইনিংসের বাস্তবতা বুঝেছিলেন চেতেশ্বর পুজারা; ম্যাচের আগেই তিনি বলেছিলেন, এই পিচে ১২০ রানও কঠিন হবে। তাঁর মন্তব্যই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হল।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থেমেছিল ১৫৩ রানে। কিন্তু সেই সংক্ষিপ্ত সংগ্রহের মধ্যেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে বাভুমা খেললেন ৫৫ রানের অপরাজিত ইনিংস—১৩৬ বলের ধৈর্য, শুদ্ধ রক্ষণ, শক্ত প্রতিরোধে তিনি দলের সংগ্রহকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ইডেনের এই টেস্টে তিনিই একমাত্র ব্যাটার যিনি অর্ধশতরান করেছেন। করবিন বসও (২৫) কিছুটা সঙ্গ দিলেও দক্ষিণ আফ্রিকার বাকিরা দ্রুত ফিরেছেন।

ভারতের ব্যাটিংয়ে সেই লড়াইয়ের ছায়াও দেখা গেল না। ওয়াশিংটন সুন্দর (৩১) ছাড়া কেউই দাঁড়াতে পারলেন না প্রোটিয়া বোলারদের সামনে। প্রথম ওভারেই মার্কো জানসেন ফিরিয়ে দেন যশস্বী জয়সওয়ালকে (০)। তৃতীয় ওভারে লোকেশ রাহুলও (১) ফিরে যান। শুরুতেই ১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ওয়াশিংটন ও ধ্রুব জুরেল, কিন্তু থিতু হওয়ার পর জুরেল অযথা ছক্কা মারতে গিয়ে সাইমন হারমারের বলেই আউট হন (১৩)। একই বোলারের বলে একই হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ঋষভ পন্থ (২)। জাডেজার দ্রুত ১৮ রানও ভারতকে উদ্ধার করতে পারেনি।

ইডেনের ২২ গজে ভারতে সবচেয়ে বেশি বিপদ তৈরি করেছেন সাইমন হারমার। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও তিনি ৪ উইকেট নেন মাত্র ২১ রানে। মার্কো জানসেন নেন ২ উইকেট (১৫ রান), কেশব মহারাজ নেন আরও ২টি (৩৭ রান)। ভারতের ব্যাটাররা প্রোটিয়া স্পিন সামলাতে ব্যর্থ হয়েছেন বারবার। গত বছর স্পিনিং ট্র্যাকে নিউজ়িল্যান্ডের কাছে ০-৩ হারের মতোই আবারও দেখা গেল বিপর্যয়। গম্ভীরের কোচিংয়ে প্রথম সিরিজ়েই ভারতের সিরিজ় জয়ের সুযোগ শেষ। গুয়াহাটি টেস্টে জিতলেও সর্বোচ্চ সিরিজ় ড্র করা সম্ভব।

ইডেনের পিচ একা দায়ী? নাকি প্রস্তুতিতে ঘাটতি? প্রশ্ন এখন গম্ভীর ও ভারতীয় দলের সামনে—এই ধাক্কা থেকে কত দ্রুত শিক্ষা নিতে পারে দল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

আরও পড়ুন

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয় মোড় দ্বিতীয় দিনে

খবর অনলাইন ডেস্ক: ভারত দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র একটি উইকেট হারিয়ে ১২২ রানে...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

দক্ষিণ আফ্রিকা: ১৫৯ (আইডেন মার্করাম ৩১, জসপ্রীত বুমরাহ ৫-২৭, কুলদীপ যাদব ২-৩৬, মহম্মদ সিরাজ...

ইডেনে স্পিন আক্রমণে ভরসা ভারতের, একাদশ চূড়ান্ত হবে শুক্রবার উইকেট দেখার পর: শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে...