Homeখেলাধুলোক্রিকেটভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা...

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা দেখাচ্ছেন বোলিং-এ

প্রকাশিত

ভারত: ৩৭৬ ও ২৮৭-৪ (ডিক্লেয়ার্ড) (শুবমন গিল ১১৯ নট আউট, ঋষভ পন্থ ১০৯, মেহেদি হাসান মিরাজ ২-১০৩)

বাংলাদেশ: ১৪৯ ও ১৫৮-৪ (নাজমুল হাসান শান্ত ৫১ নট আউট, শাদমান ইসলাম ৩৫, রবিচন্দ্রন অশ্বিন ৩-৬৩)  

চেন্নাই: প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতই রাজ করল। ব্যাটিং-এ বাজিমাত করলেন শুবমন গিল ও ঋষভ পন্থ এবং জয়ের জন্য বাংলাদেশের সামনে খাড়া করলেন এক বিশাল লক্ষ্যমাত্রা – ৫১৫। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিং-এ খেল দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে বাংলাদেশ এখনও জয় থেকে ৩৫৭ রান দূরে। হাতে ৬ উইকেট।

তৃতীয় দিনে পিচ ভাঙেনি আর সিমের গতিপ্রকৃতিও অনেক স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রথম দিনের ১.৩ ডিগ্রি থেকে তৃতীয় দিনে ০.৪ ডিগ্রি। ব্যাটিং-এর পক্ষে দুর্দান্ত পিচ। ফলে দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ৮১ রান করে ফিরে গেলেও তৃতীয় দিনে তারা রান নিয়ে গেল ২৮৭-তে, মাত্র ১ উইকেট হারিয়ে। অর্থাৎ তৃতীয় দিনে ভারত করল ১ উইকেটে ২০৬। ১০৯ রান করে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটি করলেন ঋষভ এবং শুবমন তাঁর পঞ্চম সেঞ্চুরিতে নট আউট থাকলেন ১১৯ করে।

বাংলাদেশ যখন ব্যাট করছিল তখনও পিচের অবস্থা একেবারে নিরামিষ। তাতেই নিজের টানা বোলিং স্পেলে জাদু দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের ৪ উইকেটের মধ্যে ৩টিই পকেটে পুরে নিলেন অশ্বিন ৬৩ রান দিয়ে।

অশ্বিনের তিন নম্বর উইকেট। মুসফিকুর রহিম আউট। ছবি বিসিসিআই-এর ‘এক্স’ থেকে নেওয়া।

ভারত ৮১-৩ থেকে ২৮৭-৪  

চেন্নাইয়ের মাঠে ৮১-৩ স্কোর নিয়ে ব্যাট করতে নামেন শুবমন ও ঋষভ। বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে তাঁরা স্বচ্ছন্দে ব্যাট করে যেতে থাকেন। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে তোলেন ১৬৭ রান। দুজনের মধ্যে ঋষভ কিঞ্চিৎ বেশি আক্রমণাত্মক ছিলেন। ভারতের যে একমাত্র উইকেটটি পড়ে সেটি হল ঋষভেরই। ১২৮ বলে ১০৯ রান (৪টে ছয় ও ১৩টা চার) করে মেহেদি হাসান মিরাজের বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরে যান ঋষভ। শুবমনের সঙ্গী হল কে এল রাহুল। দুজনে অবিচ্ছেদ্য থেকে দলের রান ২৮৭-তে নিয়ে যাওয়ার পর ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ১৭৬ বলে ১১৯ রান (৪টে ছয় ও ১০টা চার)  করে নট আউট থাকেন শুবমন। আর রাহুল নট আউট থাকেন ১৯ বলে ২২ রান করে।

লক্ষ্যমাত্রা থেকে এখনও ৩৫৭ রান দূরে বাংলাদেশ

জয়ের জন্য বাংলাদেশের সামনে এক বিশাল লক্ষ্যমাত্রা স্থাপন করে ভারত – ৫১৫ রান। তবে ক্রিকেটে অসম্ভব বলে তো কিছু হয় না। হাতে প্রায় আড়াই দিন সময়। সেটাই মাথায় রেখে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন জাকির হাসান এবং শাদমান ইসলাম। শুরুটা মন্দ করেননি দুই ওপেনিং ব্যাটার। তাঁরা ১৬.২ ওভার অবিচ্ছেদ্য থেকে রান টেনে নিয়ে যান ৬২-তে।

কিন্তু দলের ৬২ রানে জসপ্রীত বুমরাহের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে জাকির (৩৩ রান) প্যাভিলিয়নের পথ ধরার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ১৪৬ রানের মধ্যে একে একে ফিরে যান শাদমান ইসলাম (৩৫ রান), মমিনুল হক (১৩ রান) এবং মুসফিকুর রহিম (১৩ রান)। এঁরা সকলেই রবিচন্দ্রন অশ্বিনের শিকার। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৮ রান। অর্ধশতরান লড়ে যাচ্ছেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৬০ বলে ৫১ রান) এবং শাকিব আল হাসান (১৪ বলে ৫ রান)। জিততে হলে ভারতকে এখনও করতে হবে ৩৫৭ রান। হাতে রয়েছে ৬ উইকেট আর অঢেল সময়। পাক্কা দুদিন।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: বুমরাহর ৪ উইকেট, মোক্ষম সময়ে আঘাত জাদেজার, ভারত এগিয়ে ৩০৮ রানে  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।