Home খেলাধুলো ক্রিকেট চেন্নাই টেস্ট: স্নেহ রানার বিধ্বংসী বলে ফলো অন সাউথ আফ্রিকার, লড়ছে দ্বিতীয়...

চেন্নাই টেস্ট: স্নেহ রানার বিধ্বংসী বলে ফলো অন সাউথ আফ্রিকার, লড়ছে দ্বিতীয় ইনিংসে  

0
উইকেট নিয়ে স্নেহ রানার উচ্ছ্বাস। ছবি সৌজন্যে বিসিসিআই।

সাউথ আফ্রিকা: ২৩২-২ (সুনে লুস ১০৯, লরা ভোলভার্ডট ৯৩ নট আউট, হরমনপ্রীত কৌর ১-২৪) এবং ২৬৬ (মারিজানে কাপ ৭৪, সুনে লুস ৬৫, স্নেহ রানা ৮-৭৭)

ভারত: ৬০৩-৬ (ডিক্লেয়ার্ড)

খবর অনলাইন ডেস্ক: ফলো অন করে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকার মহিলা দল। ভারত-সাউথ আফ্রিকা চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ২৩২ রান। সেঞ্চুরি করেছেন সুনে লুস। আর লরা ভোলভার্ডট ৯৩ করে ব্যাট করছেন। আপাতত তারা ভারতের থেকে ১০৫ রানে পিছিয়ে আছে।

৪ উইকেটে ২৩৬ রান হাতে নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। মারিজানে কাপ ৬৯ রান করে নট আউট ছিলেন। কিন্তু বাকি ৬ উইকেটে সাউথ আফ্রিকা মাত্র ৩০ রান যোগ করে। বল হাতে ভেলকি দেখান স্নেহ রানা। শনিবার তিনি ৩টি উইকেট দখল করেছিলেন। রবিবার তিনি আরও ৫টি উইকেট দখল করেন। ৭৭ রান দিয়ে ৮টি উইকেট দখল করেন রানা।

রানার বোলিং-এর সামনে রবিবার সাউথ আফ্রিকার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। এ দিন প্রথম উইকেট পড়ে ২৪৯ রানে। মারিজানে নিজের গত দিনের রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে রানার বলে এলবিডব্লিউ হন। মারিজানে প্যাভিলিয়নে ফিরে যেতেই সাউথ আফ্রিকার বাকি ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরে যেতে ধুম লেগে যায়। মাত্র ১৭ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। ২৪৯ রানেই ষষ্ঠ উইকেট পড়ে। তার পর ৯ রান যোগ হওয়ার পরে ২৫৮ রানে পড়ে সপ্তম এবং অষ্টম উইকেট। তার পর ২৬০ রানে নবম এবং ২৬৬ রানে শেষ উইকেট পড়ে।

এদিন সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে যে ৬টি পড়ে তার মধ্যে ৫টিই তুলে নেন স্নেহ রানা। তাঁর বোলিং ফিগার – ২৫.৩ ওভার, ৪ মেডেন, ৭৭ রান, ৮ উইকেট। স্নেহ রানা দ্বিতীয় ভারতীয় মহিলা বোলার যিনি টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৮ উইকেট নিলেন। এর আগে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নীতু ডেভিড ৫৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেই টেস্টে ভারত অবশ্য ২ রানে হেরেছিল। নীতু ডেভিড ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নির্বাচক।

৩৩৭ রানে এগিয়ে থেকে ভারত সাউথ আফ্রিকাকে ফলো অন করায়। দ্বিতীয় ইনিংসে কিন্তু সাউথ আফ্রিকা লড়াকু মনের পরিচয় দিয়ে দারুণ ভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করে যাচ্ছে। দলের ১৬ রানে অন্যতম ওপেনার আনেকে বশ দীপ্তি শর্মার বলে এলবিডব্লিউ আউট হয়ে গেলে দলের হাল ধরেন আর-এক ওপেনার লরা ভোলভার্ডট এবং এক নম্বরে নামা সুনে লুস। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১৯০ রান। সুনে লুস যে সেঞ্চুরিটা প্রথম ইনিংসে ফেলে এসেছিলেন, সেটা পূর্ণ করেন দ্বিতীয় ইনিংসে। ১৮টা চারের সাহায্যে ১০৯ রান করেন তিনি। ভোলভার্ডট-লুস জুটি ক্রমশই যখন ভারতের কাছে বিপজ্জনক হয়ে উঠছিল ঠিক তখনই জুটি ভাঙেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর বলে বোল্ড হন লুস। দিনের শেষে ভোলভার্ডট ৯৩ রানে এবং মারিজানে কাপ ১৫ রানে নট আউট থাকেন।

আরও পড়ুন

৬ উইকেটে ৬০৩ রান, মহিলা টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ল ভারত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version