Homeখেলাধুলোক্রিকেটচেন্নাই টেস্ট: স্নেহ রানার বিধ্বংসী বলে ফলো অন সাউথ আফ্রিকার, লড়ছে দ্বিতীয়...

চেন্নাই টেস্ট: স্নেহ রানার বিধ্বংসী বলে ফলো অন সাউথ আফ্রিকার, লড়ছে দ্বিতীয় ইনিংসে  

প্রকাশিত

সাউথ আফ্রিকা: ২৩২-২ (সুনে লুস ১০৯, লরা ভোলভার্ডট ৯৩ নট আউট, হরমনপ্রীত কৌর ১-২৪) এবং ২৬৬ (মারিজানে কাপ ৭৪, সুনে লুস ৬৫, স্নেহ রানা ৮-৭৭)

ভারত: ৬০৩-৬ (ডিক্লেয়ার্ড)

খবর অনলাইন ডেস্ক: ফলো অন করে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকার মহিলা দল। ভারত-সাউথ আফ্রিকা চেন্নাই টেস্টের তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ২৩২ রান। সেঞ্চুরি করেছেন সুনে লুস। আর লরা ভোলভার্ডট ৯৩ করে ব্যাট করছেন। আপাতত তারা ভারতের থেকে ১০৫ রানে পিছিয়ে আছে।

৪ উইকেটে ২৩৬ রান হাতে নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। মারিজানে কাপ ৬৯ রান করে নট আউট ছিলেন। কিন্তু বাকি ৬ উইকেটে সাউথ আফ্রিকা মাত্র ৩০ রান যোগ করে। বল হাতে ভেলকি দেখান স্নেহ রানা। শনিবার তিনি ৩টি উইকেট দখল করেছিলেন। রবিবার তিনি আরও ৫টি উইকেট দখল করেন। ৭৭ রান দিয়ে ৮টি উইকেট দখল করেন রানা।

রানার বোলিং-এর সামনে রবিবার সাউথ আফ্রিকার কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। এ দিন প্রথম উইকেট পড়ে ২৪৯ রানে। মারিজানে নিজের গত দিনের রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে রানার বলে এলবিডব্লিউ হন। মারিজানে প্যাভিলিয়নে ফিরে যেতেই সাউথ আফ্রিকার বাকি ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরে যেতে ধুম লেগে যায়। মাত্র ১৭ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। ২৪৯ রানেই ষষ্ঠ উইকেট পড়ে। তার পর ৯ রান যোগ হওয়ার পরে ২৫৮ রানে পড়ে সপ্তম এবং অষ্টম উইকেট। তার পর ২৬০ রানে নবম এবং ২৬৬ রানে শেষ উইকেট পড়ে।

এদিন সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে যে ৬টি পড়ে তার মধ্যে ৫টিই তুলে নেন স্নেহ রানা। তাঁর বোলিং ফিগার – ২৫.৩ ওভার, ৪ মেডেন, ৭৭ রান, ৮ উইকেট। স্নেহ রানা দ্বিতীয় ভারতীয় মহিলা বোলার যিনি টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৮ উইকেট নিলেন। এর আগে ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নীতু ডেভিড ৫৩ রানে ৮ উইকেট নিয়েছিলেন। সেই টেস্টে ভারত অবশ্য ২ রানে হেরেছিল। নীতু ডেভিড ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নির্বাচক।

৩৩৭ রানে এগিয়ে থেকে ভারত সাউথ আফ্রিকাকে ফলো অন করায়। দ্বিতীয় ইনিংসে কিন্তু সাউথ আফ্রিকা লড়াকু মনের পরিচয় দিয়ে দারুণ ভাবে ভারতীয় বোলারদের মোকাবিলা করে যাচ্ছে। দলের ১৬ রানে অন্যতম ওপেনার আনেকে বশ দীপ্তি শর্মার বলে এলবিডব্লিউ আউট হয়ে গেলে দলের হাল ধরেন আর-এক ওপেনার লরা ভোলভার্ডট এবং এক নম্বরে নামা সুনে লুস। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১৯০ রান। সুনে লুস যে সেঞ্চুরিটা প্রথম ইনিংসে ফেলে এসেছিলেন, সেটা পূর্ণ করেন দ্বিতীয় ইনিংসে। ১৮টা চারের সাহায্যে ১০৯ রান করেন তিনি। ভোলভার্ডট-লুস জুটি ক্রমশই যখন ভারতের কাছে বিপজ্জনক হয়ে উঠছিল ঠিক তখনই জুটি ভাঙেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর বলে বোল্ড হন লুস। দিনের শেষে ভোলভার্ডট ৯৩ রানে এবং মারিজানে কাপ ১৫ রানে নট আউট থাকেন।

আরও পড়ুন

৬ উইকেটে ৬০৩ রান, মহিলা টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ল ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...