Home খেলাধুলো ক্রিকেট সাউথ আফ্রিকার কাছে হারের পর ভারতের আরেক ধাক্কা, টিম ইন্ডিয়াকে জরিমানা আইসিসির

সাউথ আফ্রিকার কাছে হারের পর ভারতের আরেক ধাক্কা, টিম ইন্ডিয়াকে জরিমানা আইসিসির

0

সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে এক ইনিংস ও ৩২ রানে হারের মুখে পড়তে হয়েছে। এই হারের পর আরও এক সমস্যায় পড়তে হল টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলকে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে টিম ইন্ডিয়াকে। একইসঙ্গে, এই হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পয়েন্ট হারিয়েছে ভারতীয় দল।

বৃহস্পতিবার তৃতীয় দিনেই শেষ হয়ে যায় ভারত-সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি, যেটি সেঞ্চুরিয়নে হচ্ছিল। এই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া দুই ওভার কম বল করেছে। এই কারণে, টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও করেছে আইসিসি।

আইসিসি-র নিয়মানুযায়ী, কোনো দল যদি নির্ধারিত সময়ে নির্দিষ্ট সংখ্যক ওভার বল করতে না পারে, তাহলে তা স্লো ওভার রেট অপরাধ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করা হয়। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২ ওভার কম বল করেছে টিম ইন্ডিয়া। যে কারণে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

বলে রাখা ভালো, টিম ইন্ডিয়া বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়ে ভারতের অনেক ক্ষতি হয়েছে। ম্যাচ ফি-সহ ২ পয়েন্টও হারিয়েছে টিম ইন্ডিয়া। এই তালিকায় শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড ও চতুর্থ বাংলাদেশ। অস্ট্রেলিয়া রয়েছে পাঁচ নম্বরে।

প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারত প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে। জবাবে সাউথ আফ্রিকা তোলে ৪০৮ রান। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৩১ রানে। প্রথম ইনিংসে ভারতের হয়ে শতরান করেন কেএল রাহুল। সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার ইনিংস দাঁড়িয়েছিল এলগারের ব্যাটিংয়ে ভর দিয়ে। যশপ্রীত বুমরা সেই ইনিংসে ৪ উইকেট নেন। ভারতের দ্বিতীয় ইনিংসে নান্দ্রে বার্গার এবং মার্কো জানসেন মিলে ৭ উইকেট তুলে নেন। ২ উইকেট নেনে রাবাডা।

আরও পড়ুন: বাংলার পর মহারাষ্ট্রে ‘ইন্ডিয়া’ জোটে জট! আসন ভাগাভাগি নিয়ে কড়া বার্তা উদ্ধব-সেনার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version