Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে...

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

প্রকাশিত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট আউট, বেন স্টোক্স ২-৪৩)

লিড্‌স (ইংল্যান্ড): শুভমন গিলেরা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, কিন্তু কোনো সমস্যাও নেই। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে শুভমন বলেছিলেন, রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে তাঁরা চিন্তিত নন। বরং এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে না-থাকায় তাঁদের জেতার জিদ আরও বেশি থাকবে। রোহিত-কোহলি না-থাকলেও তাঁদের জিততে সমস্যা হবে না।

লিড্‌স-এ হেডিংলে স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্টের প্রথম দিনেই শুভমনরা প্রমাণ করে দিলেন, তারুণ্যে ভরপুর এই ভারতীয় টেস্ট ক্রিকেট দল কোনো অংশেই কম নয়। প্রথম দিনেই দুটি শতরান এল। ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল, করলেন ১০১ রান। এবং তার পরে ৪ নম্বরে খেলতে নেমে ১২৭ রান করে নট আউট থাকলেন অধিনায়ক শুভমন গিল। শুভমনের সঙ্গে যোগ্য সহযোগিতা করছেন উইকেটকিপার ঋষভ পন্থ। ঋষভ ৬৫ রান করে নট আউট রয়েছেন। ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান। বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন শুভমনরা।

স্টোক্সের সিদ্ধান্ত কি বুমেরাং হল?

এ দিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক্স। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, স্টোক্সের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যেতে পারে। তুলনায় এ দিন অস্বাভাবিক গরম ছিল লিড্‌স-এ। গরম এবং শুকনো। স্টোক্স মনে করেছিলেন, অন্তত প্রথম দিনের প্রথম সেশনটা হেডিংলের পিচ প্রাণবন্ত থাকবে। কিন্তু ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল প্রমাণ করে দিলেন পিচে কোনো প্রাণ নেই।

ম্যাচের শুরুতে অহমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের স্মরণে নীরবতা পালন। ছবি ‘X’ থেকে নেওয়া।

ইংল্যান্ডের বোলারদের তোয়াক্কা না করে স্বচ্ছন্দে খেলে যেতে লাগলেন যশস্বী ও লোকেশ। ২৪.৫ ওভারে তুলে ফেললেন ৯১ রান। তার পর ব্রাইডন কার্সের বলে ড্রাইভ মারতে গিয়ে প্রথম স্লিপে জো রুটকে ক্যাচ দিয়ে বসলেন রাহুল। এই আউটে যত না কৃতিত্ব বোলারের, তার চেয়ে অনেক বেশি দশ রাহুলের। এর পর নামেন সাই সুদর্শন। কিন্তু তিনি চার বলের বেশি টেকেননি। তাঁকে সুদর্শনকে তুলে নেন অধিনায়ক বেন স্টোক্স স্বয়ং।

হেডিংলেতে প্রথম ভারতীয় ওপেনারের শতরান

যশস্বীর সঙ্গী হন ভারতীয় টেস্ট দলের ৩৭তম অধিনায়ক শুভমন গিল। দু’জনে মিলে তুর্কি নাচ নাচিয়ে ছাড়লেন ইংল্যান্ডের বোলারদের। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করলেন ১২৯ রান। তার মধ্যে শতরানে পৌঁছে গেলেন যশস্বী। যশস্বীই ভারতের একমাত্র ওপেনার যিনি হেডিংলের মাঠে শতরান করেছেন। এর আগে এই মাঠে ভারতীয় ওপেনার হিসাবে সর্বাধিক রান করেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর ৮৭ রান টপকালেন যশস্বী। ভারতের ইনিংসে ৫৩তম ওভারের তৃতীয় বলে বেন স্টোক্স বোল্ড করলেন যশস্বীকে।

অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই সেঞ্চুরি শুভমনের   

আরও চমক বাকি ছিল ভারতের ইনিংসে। শুভমনের সঙ্গী হলেন দলের উইকেটকিপার ঋষভ পন্থ। দু’জনে মিলে ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করলেন। ভারতের ইনিংসের ৭৫তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের বোলার জোশ টাংকে সীমানার বাইরে পাঠিয়ে নিজের শতরান পূর্ণ করলেন অধিনায়ক। অধিনায়ক হিসাবে এটাই ছিল শুভমনের প্রথম ইনিংস। আর সেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বিজয় হজারে, সুনীল গাওস্কর, বিরাট কোহলির ক্লাবে ঢুকে পড়লেন শুভমন। শেষ পর্যন্ত ১২৭ রানে শুভমন এবং ৬৫ রানে নট আউট থাকলেন ঋষভ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...