Home খেলাধুলো ক্রিকেট ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে...

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে অসিরা

0
দিনের নায়ক মিচেল স্টার্ক। ছবি cricket.com.au ‘X’ থেকে নেওয়া।

ভারত: ১৮০ (নীতীশ রেড্ডি ৪২, কে এল রাহুল ৩৭, মিচেল স্টার্ক ৬-৪৮, প্যাট কামিন্স ২-৪১)

অস্ট্রেলিয়া: ৮৬-১ (নাথান ম্যাকসুইনি ৩৮ নট আউট, জসপ্রীত বুমরাহ ১-১৩)

অ্যাডিলেড ওভাল: অ্যাডিলেডের দুঃস্বপ্নটা এখনও বোধহয় কাটিয়ে উঠতে পারেনি ভারত। ২০২০-তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ভারত টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড করে। ৩৬ রানে তারা গুটিয়ে যায়। ভারতের সেই অতীত ইতিহাসকেই যেন সাইকোলজিক্যালি কাজে লাগাল অস্ট্রেলিয়া। ভারতকে তারা গুটিয়ে রাখল ১৮০ রানে। আর এর মূলে রয়েছে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং। ৪৮ রান দিয়ে ৬ উইকেট নিলেন তিনি। দিনের শেষে ১ উইকেটে ৮৬ রান করে বেশ স্বস্তির জায়গায় আছে অস্ট্রেলিয়া।

পার্‌থ টেস্ট ২৯০ রানের জেতার রেকর্ড নিয়ে অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্টে খেলতে নামে ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। কিন্তু গোড়াতেই বিপর্যয়। গত টেস্টের নায়ককে ইনিংসের প্রথম বলেই তুলে নিলেন স্টার্ক। শূন্য রানে আউট হয়ে ফিরে গেলেন যশস্বী জয়সওয়াল। ধাক্কা সামলে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আর এক ওপেনার কে এল রাহুল এবং শুভমন গিল। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৬৯ রান। স্টার্ক এ বার তুলে নিলেন রাহুলকে। ৬৪ বলে ৩৭ রান করে ফিরে গেলেন রাহুল।

এর পরেই ভারতের ইনিংসে নামল ধস। মাত্র ১৮ রানের মধ্যে পড়ে গেল ৪ উইকেট। একে একে ফিরে গেলেন কে এল রাহুল, বিরাট কোহলি, শুভমন গিল এবং রোহিত শর্মা। এঁদের মধ্যে কিছুটা রান এল শুভমনের ব্যাট থেকে। ৪১ বলে ৩১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি তৈরি হওয়ার পর ভারতের ইনিংসে আর প্রয়োজনীয় জুটি তৈরি হল না। ভারতের মান কিছুটা বাঁচালেন নীতীশ কুমার রেড্ডি (৪২) এবং রবিচন্দ্রন অশ্বিন (২২)। শেষ দিকে তাঁরা দু’জনেই কিছুটা লড়াকু মেজাজে খেলে দলের ইনিংসকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ভারত ইনিংস শেষ করে ১৮০ রানে। স্টার্ক ৪৮ রানে ৬ উইকেট দখল করে টেস্ট ক্রিকেটে নিজের সব চেয়ে সেরা বোলিং করার রেকর্ড গড়লেন। ভারতের বাকি ৪টি উইকেট ভাগাভাগি করে নিলেন প্যাট কামিন্স (৪১ রানে ২ উইকেট) এবং স্কট বোল্যান্ড (৫৪ রানে ২ উইকেট)।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে খেলতে নেমে ২৪ রানে উসমান খোয়াজাকে খোয়ালেও পরিস্থিতি সামলে নেয়। জসপ্রীত বুমরাহ তুলে নেন খোয়াজাকে। তার পর নাথান ম্যাকসুইনি এবং পার্‌থ টেস্টে ব্যর্থ হওয়া মার্নাস লাবুশানে দলকে টেনে নিয়ে চলেছেন নিরাপদ জায়গায়। ম্যাকসুইনি ৩৮ রানে এবং লাবুশানে ২০ রানে নট আউট রয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version