পঞ্জাব এফসি: ২ (লুকা মাজসেন, ফিলিপ মিরজলিয়াক) মহমেডান এসসি: ০
নয়াদিল্লি: মহমেডান স্পোর্টিং শেষ জয়ের মুখ দেখেছিল ২৬ সেপ্টেম্বর। সে দিন চেন্নাইয়িন এফসি-কে হারিয়েছিল তারা। তার পর আরও ৬টা ম্যাচ খেলেছে সাদা-কালো বাহিনী। জয়ের মুখ তো দেখেইনি, উপরন্তু হারের হার অনেক বেশি। ৬টা ম্যাচের মধ্যে ৫টাতে হেরেছে তারা এবং শুক্রবার পঞ্জাব এফসির কাছে হেরে হারের হ্যাটট্রিক করল মহমেডান।
ওদিকে ঘরের মাঠে গত দুটো ম্যাচে হারের পর শুক্রবার জয়ে ফিরল পঞ্জাব এফসি। আগের দুটো ম্যাচ তারা হেরেছিল নর্থইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার কাছে। শুক্রবার ২-০ গোলে মহমেডানকে হারিয়ে ঘরের মাঠেই জয়ে ফিরল তারা। এবং এই জয়ের দৌলতে লিগ টেবিলে তারা তিন ধাপ লাফিয়ে তিন নম্বরে উঠে এল। মোহনবাগান আর বেঙ্গালুরু এফসির পরেই থাকল পঞ্জাব।
এ দিন নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম আয়োজিত ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। মহমেডান এ দিনও গোলের সুযোগ হাতছাড়া করে নিজেদের সমস্যায় ফেলে। এ দিন ১১টি গোলের সুযোগ তৈরি করেও তা থেকে কোনও গোল করতে পারেনি মহমেডান এসসি। অথচ মাত্র পাঁচটি গোলের সুযোগ তৈরি করে পঞ্জাব। তার মধ্যে দু’টি থেকেই গোল পায় তারা।
আর দ্বিতীয়ার্ধে মহমেডান যেন হাল ছেড়ে দেয়। এবং তারই সুযোগে ম্যাচের ৫৮ ও ৬৬ মিনিটের মাথায় যথাক্রমে স্লোভেনিয়ান তারকা ফরোয়ার্ড লুকা মাজসেন ও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ফিলিপ মিরজলিয়াকের গোলে জয় হাসিল করে পঞ্জাব।
লিগ টেবিলে কে কোথায়
এ দিনের ম্যাচের পর পঞ্জাব এফসি ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ১৮ পয়েন্ট সংগ্রহ করে উঠে এল তৃতীয় স্থানে। টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। তাদেরও সংগ্রহে ২০ পয়েন্ট, তবে ১০টি ম্যাচ থেকে। আর গোলপার্থক্যের সুবাদেই মোহনবাগান রয়েছে শীর্ষে।
ও দিকে ১০টা ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে মহমেডান রয়েছে দ্বাদশ স্থানে। ইস্টবেঙ্গলের থেকে এক ধাপ ওপরে। ইস্টবেঙ্গলের সংগ্রহ ৪ পয়েন্ট, তবে মহমেডানের চেয়ে তারা ২টি ম্যাচ কম খেলেছে।