Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ফের টসে হার, ত্র্যহস্পর্শের কোপে ভারত, আট বছর পরে...

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: ফের টসে হার, ত্র্যহস্পর্শের কোপে ভারত, আট বছর পরে করুণের অর্ধশত রান  

প্রকাশিত

ভারত: ২০৪-৫ (করুণ নায়ার ৫২ নট আউট, সাই সুদর্শন ৩৮, গাস অ্যাটকিনসন ২-৩১, জোশ টাং ২-৪৮)  

কেনিংটন ওভাল: পুরো মেঘলা আবহাওয়া, মাঝে মাঝে বৃষ্টি। একেবারে সবুজ পিচ। তার ওপর আবার টসে হার। ওভালের পঞ্চম তথা চূড়ান্ত টেস্টে ত্র্যহস্পর্শের কোপে পড়েছে ভারত। খুব কম ব্যবধানে উইকেট পড়েছে শুভমন গিলদের। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেটের জুটিতে লড়াই চালাচ্ছেন তাঁরা। অর্ধশত রান পূর্ণ করে করুণ নায়ার ব্যাট করছেন ৫২ রানে। সঙ্গে রয়েছেন ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি করা ওয়াশিংটন সুন্দর। ব্যাট করছেন ১৯ রানে। শেষ মুহূর্তের সিদ্ধান্তে পঞ্চম টেস্টে বিশ্রামই দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে।

আবার টসে হারল ভারত, টানা ১৫টা টেস্টে। টেস্ট ক্রিকেটে এরকম টানা টসে হারার ঘটনা ঘটার সম্ভাবনা ৩২৭২৮-এর মধ্যে ১টি। বৃষ্টি-বৃষ্টি আবহাওয়া, পিচ সবুজ। স্বভাবতই টসে জেতার সুযোগ নিয়ে শুভমন গিলদের ব্যাট করতে পাঠালেন ওলি পোপ। বেন স্টোকসের অনুপস্থিতিতে এই টেস্টে ইংল্যান্ডের অধিনায়কত্ব করছেন পোপ। কিন্তু মাঠের এই অবস্থায় ইংল্যান্ডের যতটা ফায়দা তোলার দরকার ছিল, ততটা তুলতে পারেনি। ভারত প্রথম ইনিংসে যদি শ’তিনেক রানের কাছাকাছি চলে যায়, তা হলে বিপদে পড়তে পারে ইংল্যান্ড।

লড়ছেন করুণ নায়ার। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

রানে ফিরলেন করুণ নায়ার

কার্যত আট বছর পরে রানে ফিরলেন করুণ নায়ার। ২০১৬-এর ডিসেম্বরে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রান করে নট আউট ছিলেন। কেরিয়ারে এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন। বাকি ৮টি টেস্টে তাঁর রান ২০২। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩টি টেস্ট খেলেছেন, রান করেছেন ১৩১। এ বার ওভালে আট বছর পর অর্ধশত রান পেলেন, ৫২ রানে নট আউট রয়েছেন।

এ দিন বৃষ্টি বারেবারেই ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। নির্ধারিত ৯০ ওভারের জায়গায় ৬৪ ওভার খেলা হয়েছে। প্রায় ঘন ঘন উইকেট পড়েছে। কেউই সে ভাবে এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠে ব্যাট করতে পারেননি। তবে ৩৮ রানের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল আউট হয়ে যাওয়ার পরে তৃতীয় উইকেটের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলছিলেন অধিনায়ক সাই সুদর্শন ও শুভমন গিল। কিন্তু দুর্ভাগ্য শুভমনের, দলের ৮৩ রানের মাথায় তিনি রান আউট হয়ে যান। অফ স্টাম্পের ওপর বল ছিল গাস অ্যাটকিনসনের। অফ সাইডে ঠেলে রানের জন্য দৌড়োন শুভমন। রান ছিল না, বুঝতে পেরে ক্রিজে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু অ্যাটকিনসনের থ্রোয়েই রান আউট হয়ে যান শুভমন।

এর পর সাই সুদর্শন (৩৮ রান), রবীন্দ্র জাদেজা (৯ রান) এবং ধ্রুব জুরেল (১৯ রান) দ্রুত ফিরে যাওয়ার পরে জুটি বাঁধেন করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর। ষষ্ঠ উইকেটের জুটিতে ওঁরা অবিচ্ছিন্ন থেকে এখনও পর্যন্ত ৫১ রান যোগ করেছেন।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: বুমরাহকে নিয়ে এখনও দোটানায় শুভমনরা, চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচ শুরুর ঠিক আগে

ভারত-ইংল্যান্ড ৫ম টেস্ট: চোটের জন্য সরে যেতে বাধ্য হলেন অধিনায়ক বেন স্টোকস, আর কী পরিবর্তন?   

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

বিহারের প্রথম দফার ভোটে রেকর্ড অংশগ্রহণ — ৬৪.৬৬% ভোট পড়েছে ১২১টি কেন্দ্রে। আগের লোকসভা ও বিধানসভা ভোটের তুলনায় ভোট বৃদ্ধি প্রায় ৯ শতাংশ, এসআইআর পরবর্তী বিতর্ক সত্ত্বেও ভোটার সংখ্যা কমেনি।

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...