Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

প্রকাশিত

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪, নীতীশ কুমার রেড্ডী ২-৬২, মহম্মদ সিরাজ ২-৮৫) ও ২-০

ভারত: ৩৮৭ (কে এল ১০০, ঋষভ পন্থ ৭৪, রবীন্দ্র জাদেজা ৭২, ক্রিস ওকস ৩-৮৪, জোফ্রা আর্চার ২-৫২, বেন স্টোকস ২-৬৩)

লর্ডস (লন্ডন): টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ বছর পর আবার টাই হল প্রথম ইনিংসে। এই নিয়ে ন’ বার এই কাণ্ড ঘটল। টেস্টে প্রথম ইনিংসে প্রথম টাইয়ের ঘটনা ১৯১০ সালে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম ইনিংসে দুটি দলই ১৯৯ রান করেছিল। আর এই টাইয়ের ঘটনা শেষ ঘটেছিল ২০১৫ সালে লিডসে। সে বার ইংল্যান্ড আর নিউজিল্যান্ড দুটি দলই প্রথম ইনিংসে করেছিল ৩৫০ রান। আবার দশ বছর পর সেই টাই। দুটি দলই করল ৩৮৭ রান। কে এল রাহুলের শতরান, ঋষভ পন্থের ৭৪ এবং রবীন্দ্র জাদেজার ৭২ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোরকে ছুঁতে পারল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আপাতত বিনা উইকেটে ২ রান করেছে।  

আর শতরানের সুবাদে লর্ডস-এর অনার্স বোর্ডস-এ দ্বিতীয় বার নাম উঠল কে এল রাহুলের। এর আগে লর্ডস-এর মাঠে রাহুল তাঁর প্রথম সেঞ্চুরি করেন ১৯২১-এর আগস্টে। দিলীপ বেঙ্গসরকরের পর রাহুলই দ্বিতীয় ভারতীয় ব্যাটার যাঁর নাম দু’বার অনার্স বোর্ডস-এ উঠল। এই নিয়ে টেস্টে দশম সেঞ্চুরি করলেন রাহুল।

টেস্টে অর্ধশত রানের হ্যাটট্রিক রবীন্দ্র জাদেজার। ছবি BCCL ‘X’ থেকে নেওয়া।

শেষ ৪ উইকেট পড়ল ১১ রানে

৩ উইকেটে ১৪৫ রান হাতে নিয়ে ভারত এ দিন খেলা শুরু করে। কে এল রাহুল ৫৩ রানে এবং ঋষভ পন্থ ১৯ রানে ব্যাট করছিলেন। দু’জনে দক্ষতার সঙ্গে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য ঋষভের। মধ্যাহ্নভোজনের ঠিক আগে রান আউট হয়ে যান ঋষভ। ওটা ছিল মধ্যাহ্নভোজনের ঠিক আগের ওভার। রাহুল ব্যাট করছেন ৯৮ রানে। ঋষভ চেয়েছিলেন মধ্যাহ্নভোজের আগে রাহুল শতরান পূর্ণ করুন। তাই যে বলে রান হয় না, সেটায় রান নিতে গিয়ে নিজের উইকেট দিলেন ঋষভ। শোয়েব বশিরের বল কভার পয়েন্টে পাঠিয়ে রানের জন্য ছোটেন ঋষভ। ওদিকে কভার পয়েন্ট থেকে এক থ্রোয়ে ঋষভের স্টাম্প উড়িয়ে দেন বেন স্টোকস। ব্যক্তিগত ৭৪ রানে আউট হয়ে ফিরে যান ঋষভ। ৪ উইকেটে ২৪৮ রান হাতে নিয়ে মধ্যাহ্নভোজে যায় ভারত।

মধ্যাহ্নভোজের পরে রাহুলের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। প্রথমে শোয়েব বশিরের বলে ১ রান নিয়ে ৯৯-এ পৌঁছোন রাহুল। এর পর জোফ্রা আর্চারের বল কভারে পাঠিয়ে আর এক রান নিয়ে শতরানে পৌঁছে যান রাহুল। ১৭৬ বলে ১০০ রান রাহুল তাঁর দশম টেস্ট সেঞ্চুরিটি করলেন। কিন্তু দুর্ভাগ্য রাহুলের। ১০০ রান করে আর এগোতে পারলেন না। শোয়েব বশিরের পরের ওভারের প্রথম বলেই স্লিপে হ্যারি ব্রুককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন রাহুল। জাদেজার সঙ্গী হলেন নীতীশ রেড্ডী।

নীতীশ রেড্ডীকে (৩০ রান) সঙ্গী করে ষষ্ঠ উইকেটে ৭২ রান এবং ওয়াশিংটন সুন্দরকে (২৩ রান) সঙ্গী করে সপ্তম উইকেটে ৫০ রান যোগ করেন রবীন্দ্র জাদেজা। ব্যাক্তিগত ৭২ রানের মাথায় ক্রিস ওকসের বলে উইকেটকিপার জেমি স্মিথকে ক্যাচ দিয়ে জাদেজা যখন প্যাভিলিয়নের দিকে পা বাড়ান তখন ভারতের স্কোরবোর্ডে রান ৩৭৬। এ দিনের অর্ধশত রান ছিল টেস্টে জাদেজার অর্ধশত রানের হ্যাটট্রিক। জাদেজা ফিরে যাওয়ার পর মাত্র ১১ রান যোগ হয় ভারতের ইনিংসে। ১১ রানে দলের শেষ ৪ উইকেট পড়ে যায়। ৮৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ক্রিস ওকস।  

আরও পড়ুন 

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: জো রুটের শতরানের পাল্টা জসপ্রীত বুমরাহের পাঁচ শিকার

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...