Homeখেলাধুলোক্রিকেট৩ উইকেটে ২৮৯ ভারতের, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৯১ রানে

৩ উইকেটে ২৮৯ ভারতের, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৯১ রানে

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ৪৮০/১০ (খোয়াজা-১৮০, গ্রিন-১১৪, অশ্বিন-৯১/৬)

ভারত: ২৮৯/৩ (শুভমন-১২৮, বিরাট-৫৯*)

শনিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অমদাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আশাব্যঞ্জক অবস্থানে রোহিতরা। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।

১২৮ বলে ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি। রবীন্দ্র জাডেজা ১৬ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার চেয়ে ১৯১ রানে পিছিয়ে রয়েছে। এ দিন অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন, ম্যাথিউ কুনহেম্যান এবং টট মারফি ১টি করে উইকেট নিয়েছেন।

গতকাল ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন শুভমন গিল। খেলেছেন দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস। শুভমন ২৩৫ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে ১২টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন। অফ স্পিনার নাথান লায়নের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন।

একই সময়ে চেতেশ্বর পূজারা ৪২ রানের ইনিংস খেলেছেন। যেখানে অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ৩৫ রানের ইনিংস। প্রথম উইকেটে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমন গিল। শুভমন ও চেতেশ্বর পূজারা দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন।

চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার উসমান খোয়াজা। তিনি ছাড়াও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন করেন ১১৪ রান। দু’জনের দুর্দান্ত ইনিংসের দৌলতে রানের পাহাড় গড়ে ফেলে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। সে সময় অস্ট্রেলিয়ার চেয়ে ৪৪৪ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই ব্যবধান এ দিন অনেকটাই কমেছে। অন্য দিকে, ভারতের হয়ে ৪৭.২ ওভার বল করে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট কেরিয়ারে এক ইনিংসে ৩২ তম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। দেশের মাটিতে এই নিয়ে ২৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন ভারতীয় তারকা স্পিনার।

আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...