Homeখেলাধুলোক্রিকেট৩ উইকেটে ২৮৯ ভারতের, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৯১ রানে

৩ উইকেটে ২৮৯ ভারতের, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে ১৯১ রানে

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ৪৮০/১০ (খোয়াজা-১৮০, গ্রিন-১১৪, অশ্বিন-৯১/৬)

ভারত: ২৮৯/৩ (শুভমন-১২৮, বিরাট-৫৯*)

শনিবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অমদাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে আশাব্যঞ্জক অবস্থানে রোহিতরা। তৃতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা।

১২৮ বলে ৫৯ রানে অপরাজিত বিরাট কোহলি। রবীন্দ্র জাডেজা ১৬ রান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারতীয় দল এখন অস্ট্রেলিয়ার চেয়ে ১৯১ রানে পিছিয়ে রয়েছে। এ দিন অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন, ম্যাথিউ কুনহেম্যান এবং টট মারফি ১টি করে উইকেট নিয়েছেন।

গতকাল ওপেন করতে নেমে অপরাজিত ছিলেন শুভমন গিল। খেলেছেন দুর্দান্ত সেঞ্চুরির ইনিংস। শুভমন ২৩৫ বলে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি নিজের ইনিংসে ১২টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন। অফ স্পিনার নাথান লায়নের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন।

একই সময়ে চেতেশ্বর পূজারা ৪২ রানের ইনিংস খেলেছেন। যেখানে অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ৩৫ রানের ইনিংস। প্রথম উইকেটে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমন গিল। শুভমন ও চেতেশ্বর পূজারা দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেন।

চতুর্থ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৮০ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১৮০ রান করেন ওপেনার উসমান খোয়াজা। তিনি ছাড়াও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন করেন ১১৪ রান। দু’জনের দুর্দান্ত ইনিংসের দৌলতে রানের পাহাড় গড়ে ফেলে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। সে সময় অস্ট্রেলিয়ার চেয়ে ৪৪৪ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই ব্যবধান এ দিন অনেকটাই কমেছে। অন্য দিকে, ভারতের হয়ে ৪৭.২ ওভার বল করে ৯১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট কেরিয়ারে এক ইনিংসে ৩২ তম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। দেশের মাটিতে এই নিয়ে ২৬ বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন ভারতীয় তারকা স্পিনার।

আরও পড়ুন: প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

সাম্প্রতিকতম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন...

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ...

ভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০

খবর অনলাইন ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টি মর্মান্তিক ঘটনা ঘটাল মুম্বইয়ে। বিলবোর্ড ভেঙে পড়ে প্রাণ...

পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে অশান্তি, চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩%

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে কিছু বিক্ষিপ্ত গণ্ডগোল ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল...

আরও পড়ুন

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...