Homeখেলাধুলোক্রিকেটনেপালকে হারিয়ে পাকিস্তানের ভাবনায় ভারত! কী বললেন বাবর আজম

নেপালকে হারিয়ে পাকিস্তানের ভাবনায় ভারত! কী বললেন বাবর আজম

প্রকাশিত

নেপালের বিরুদ্ধে বড় জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। বুধবার ২৩৮ রানে জিতে আত্মবিশ্বাস তুঙ্গে তাদের। ১৫১ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন বাবর আজম। পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে বহুল প্রত্যাশিত ম্যাচ খেলতে পাকিস্তান এ বার শ্রীলঙ্কা যাচ্ছে।

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নেপালের বিপক্ষে এই ম্যাচটিকে প্রস্তুতি হিসেবেই দেখছেন বাবর। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে খেলার আগে এই ম্যাচটিতে আমরা বেশ ভালো ভাবেই প্রস্তুতি সেরে নিলাম। আমাদের আত্মবিশ্বাস বাড়ল। আমরা প্রতি ম্যাচে ১০০ শতাংশ দিতে চাই, আশা করি সেখানেও এটা করতে পারব”।

নেপালের বিরুদ্ধে বাবর ১৫১ রান করেন, এটা তাঁর ১৯তম ওডিআই সেঞ্চুরি। এ ছাড়া ইফতিখার আহমেদ (অপরাজিত ১০৯) নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। পাকিস্তান প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ৩৪২ রান তোলে।

রানের পাহাড় গড়া নিয়ে বাবর বলেন, ‘‘মাঠে নেমে প্রথম দুটো বল খেলে বোঝার চেষ্টা করি। ব্যাটে ঠিক মতো বল আসছিল না। উইকেটে দু’রকম গতি ছিল। তার পর মহম্মদ রিজওয়ানের সঙ্গে আমার জুটিটা ভাল হয়েছে। আমরা পরস্পরকে সাহস দিয়েছি ২২ গজের মাঝে। আলোচনা করে জুটি তৈরি করেছি।’’

প্রসঙ্গত, জয়ের জন্য ৩৪৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের ব্যাটারেরা ধরে খেলার চেষ্টা করেন। তবে নেপালের ইনিংস শেষ হয় ২৩.৪ ওভারে ১০৪ রানে। নেপালের বিরুদ্ধে এই জয় এক দিনের ক্রিকেটে রানের হিসাবে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জয়। ২০১৬ সালে আয়ারল্যান্ডকে ২৫৫ রানে হারিয়েছিল পাকিস্তান। ২০১৮ সালে জিম্বাবোয়েকে ২৪৪ রানে হারায় তারা।

আরও পড়ুন: এশিয়া কাপ: বাবর আজম ও ইফতিকার আহমদের সেঞ্চুরি, পাকিস্তান উড়িয়ে দিল নেপালকে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...