Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: বাবর আজম ও ইফতিকার আহমদের সেঞ্চুরি, পাকিস্তান উড়িয়ে দিল নেপালকে

এশিয়া কাপ: বাবর আজম ও ইফতিকার আহমদের সেঞ্চুরি, পাকিস্তান উড়িয়ে দিল নেপালকে

প্রকাশিত

পাকিস্তান: ৩৪২-৬ (বাবর আজম ১৫১, ইফতিকার আহমদ ১০৯  নট আউট, সোমপাল কামি ২-৮৫)

নেপাল: ১০৪ (২৩.৪ ওভারে) (সোমপাল কামি ২৮, আরিফ শেখ ২৬, শাদাব খান ৪-২৭, হারিস রাউফ ২-১৬)

মুলতান (পাকিস্তান): অন্য রকম ফল হবে, এতটা আশা কেউ করেনি। কিন্তু তা বলে ম্যাচটা এতটা একপেশে হবে এটাও কেউ ভাবতে পারেনি। ২০২৩ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে একেবারে দুরমুশ করে দিল পাকিস্তান। ২৩৮ রানে জিতল তারা।

বাবর আজম ও ইফতিকার আহমদের সেঞ্চুরির দৌলতে পাকিস্তান ৫০ ওভারে পৌঁছে যায় ৩৪২-এ। এই ৩৪২ করতে তারা হারায় ৬টা উইকেট। জয়ের জন্য নির্ধারিত ৫০ ওভারে ৩৪৩ রান করতে হবে, এই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে নেপাল। এশিয়া কাপে প্রথম খেলতে নাম্বা নেপালের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৪ রানে। মাত্র ২৩.৪ ওভার টিকেছিল তারা।

পঞ্চম উইকেটের জুটিতে পাকিস্তানের রেকর্ড

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় পাকিস্তান। ঘরের মাঠে শুরুটা কিন্তু ভালো হয়নি তাদের। মাত্র ২৫ রানের মধ্যে দুটো উইকেট হারায় পাকিস্তান। তার পর দলের অধিনায়ক বাবর আজম হাল ধরেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করতে থাকেন দলের উইকেট কিপার মহম্মদ রিজওয়ান। কিন্তু দলের ১১১ রানের মাথায় রিজওয়ান (৪৪) রান আউট হয়ে গেলে আবার বিপদে পড়ে পাকিস্তান। দলের স্কোরের সঙ্গে মাত্র ১৩ রান যোগ হওয়ার পর মাত্র ৫ রান করে আউট হয়ে যান আগা সলমন।

এর পর আজমের সঙ্গে হাল ধরেন ইফতিকার আহমদ। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ২১৪ রান। একদিনের ম্যাচে পঞ্চম উইকেটের জুটিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রান। বাবর-ইফতিকার জুটি ভেঙে দেন ইউনিস খান ও উমর আকমলের রেকর্ড। এর আগে পঞ্চম উইকেটে ইউনিস-উমর জুটি ১৭৬ রান করেছিল।

দলের ৩৩৮ রানের মাথায় আউট হন অধিনায়ক। তিনি ১৩১ বলে ১৫১ রান করেন। দলের স্কোরের সঙ্গে আর ৪ রান যোগ হওয়ার পরে ৩৪২ রানের মাথায় ৫০তম ওভারের শেষ বলে ষষ্ঠ উইকেট পড়ে।

নেপাল গুটিয়ে গেল ১০৪-এ

৩৪৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নেপাল কখনোই স্বচ্ছন্দ বোধ করেনি। এই ম্যাচই ছিল পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। ১৪ রানের মধ্যে ৩টি উইকেটে পড়ে যাওয়ার পর দলের হাল কিছুটা ধরার চেষ্টা করেন আরিফ শেখ এবং সোমপাল কামি। কিন্তু দলের ৭৩ রানের মাথায় আউট হয়ে যান আরিফ শেখ (২৬)।

এর পরেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে নেপালের। শেষ পর্যন্ত মাত্র ২৩.৪ ওভারে তাদের ইনিংস গুটিয়ে যায়। তাদের ১০ উইকেট পড়ে যায় মাত্র ১০৪ রানে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বলে করে মাত্র ২৭ রানে ৪ উইকেট তুলে নেন শাদাব খান। হারিস রাউফ ১৬ রানে ২ উইকেট এবং শাহিন শাহ আফ্রিদি ২৭ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে।

সাম্প্রতিকতম

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

আরও পড়ুন

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: গোলাপি বলে দিন-রাতের টেস্টে সহজেই খতম রোহিতরা, ১০ উইকেটে জয় কামিন্সদের  

ভারত: ১৮০ ও ১৭৫ (নীতীশ কুমার রেড্ডি ৪২, প্যাট কামিন্স ৫-৫৭, স্কট বোল্যান্ড  ৩-৫১,...

ভারত-অস্ট্রেলিয়া ২য় টেস্ট: মিচেল স্টার্কের বিধ্বংসী বলে চাপে রোহিতরা, দিনের শেষে স্বস্তিতে অসিরা

ভারত: ১৮০ (নীতীশ রেড্ডি ৪২, কে এল রাহুল ৩৭, মিচেল স্টার্ক ৬-৪৮, প্যাট কামিন্স...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: শর্তসাপেক্ষে হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আয়োজন নিয়ে অবশেষে সমঝোতার পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আন্তর্জাতিক...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে