Homeখেলাধুলোক্রিকেটভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: জানসেনের আগুনে বোলিংয়ে ঋষভরা বিপর্যস্ত, সিরিজ জয়ের দ্বারপ্রান্তে...

ভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: জানসেনের আগুনে বোলিংয়ে ঋষভরা বিপর্যস্ত, সিরিজ জয়ের দ্বারপ্রান্তে প্রোটিয়ারা

দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানে এগিয়ে থেকে প্রায় নিশ্চিতভাবেই এগিয়ে আছে ভারতের মাটিতে সিরিজ জয়ের পথে।

প্রকাশিত

দক্ষিণ আফ্রিকা: ৪৮৯ ও ২৬-০ (রায়ান রিকেল্টন ১৩ নট আউট, আইডেন মার্করাম ১২ নট আউট)

ভারত: ২০১ (যশস্বী জয়সোয়াল ৫৮, ওয়াশিংটন সুন্দর ৪৮, মার্কো জানসেন ৬-৪৮, সাইমন হারমার ৩-৬৪)  


খবর অনলাইন ডেস্ক: ভারতের মাটিতে বিরল সিরিজ জয়ের পথে এগিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। মার্কো জানসেনের আগুনে বোলিংয়ে মাত্র ২০১ রানে গুটিয়ে গেল ভারত। ফলে সফরকারীরা প্রথম ইনিংসে ২৮৮ রানের বিশাল লিড নিয়েছে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা তৃতীয় ইনিংসে আরও লিড বাড়িয়ে রেখেছে ৩১৪ রানে।

দিনের দ্বিতীয় ঘণ্টা থেকেই ম্যাচের গতি বদলে দেয় দক্ষিণ আফ্রিকার স্পিন-জুটি সাইমন হারমার ও কেশব মহারাজ। শুরুতে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকায় কয়েকটি বল অস্বাভাবিকভাবে টার্ন বা বাউন্স করে। তবে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব প্রায় ৩৫ ওভার নির্বিঘ্নে মোকাবিলা করে দেখিয়ে দেন যে পরিস্থিতি খুব বেশি কঠিন ছিল না।

চতুর্থ পাঁচ উইকেট জানসেনের

কিন্তু পুরো দৃশ্যপট বদলে দেন মার্কো জানসেন। আক্রমণাত্মক শর্টপিচ বোলিংয়ে তিনি তুলে নেন কেরিয়ারের চতুর্থ পাঁচ উইকেট—এ দিন মোট ছ’টি। তাঁর বাউন্সারেই একে একে আউট হন ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডী এবং জসপ্রীত বুমরাহ। ভারতের মাটিতে কোনো এক ইনিংসে একজন বোলারের এত বাউন্সার-নির্ভর উইকেট নেওয়ার ঘটনা রেকর্ডবুকে বিরল।

টেস্টে ১৩টি অর্ধশত রান যশস্বীর। ছবি ‘X’ থেকে নেওয়া।

মাত্র ২৭ রানে চলে গেল ৬ উইকেট

দিনের শুরুতে ভারত ভালোভাবেই এগোচ্ছিল। ৬৫ রানে কোনো উইকেট না হারালেও হঠাৎই দুটি ডেলিভারি অস্বাভাবিক আচরণ করে দুই ওপেনারকেই ফিরিয়ে দেয়। কেশব মহারাজের বলে মার্করামকে ক্যাচ দিয়ে দলের ৬৫ রানে ফিরে যান কে এল রাহুল (৬৩ বলে ২২ রান)। ইনিংসে আরও ৩০ রান যোগ হওয়ার পরে হারমারের এক থেমে যাওয়া বলে ভাল খেলতে থাকা যশস্বী জয়সওয়াল আউট হলে চাপ বাড়ে ভারতের ওপর।

বাপু সাই সুদর্শনও কিছুটা তাড়াহুড়ো করে খেলতে গিয়ে শর্ট-মিডউইকেটে ক্যাচ দেন। এর পর শুরু হয় জানসেন-ঝড়। টানা ৮ ওভারের দুর্দান্ত স্পেলে তিনি ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার দিকে টেনে আনেন।

চা-বিরতির ঠিক আগেই অনভিজ্ঞ জুরেল ভুল শটে আউট হন। বিরতির পর অধিনায়ক ঋষভ পন্থ আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করতে গিয়েও উইকেট দেন। রেড্ডী ও জাদেজাকে সরাসরি বাউন্সারে বিপদে ফেলেন জানসেন। ৯৫ রান থেকে ১২২ রান – মাত্র ২৭ রানে পড়ে গেল ভারতের ছ’-ছ’টি উইকেট।

দলগত প্রচেষ্টায় উচ্ছ্বাস প্রোটিয়াদের। ছবি ‘X’ থেকে নেওয়া।

চেষ্টা করলেন ওয়াশিংটন-কুলদীপ

শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি ভারতের পরিস্থিতি বদলানোর জন্য যথেষ্ট ছিল না। হারমারের দারুণ এক বলে সুন্দর ৫০-এর আগেই ফেরেন, আর কুলদীপ তার কেরিয়ারের দীর্ঘতম ইনিংস খেলে শেষ পর্যন্ত জানসেনের বলেই মাথা নোয়ান।

আপাতত ৩১৪ রানে এগিয়ে বাভুমারা

মাত্র এক দিনের বিরতি পেয়েই আবার বল হাতে নামতে হয়েছে ভারতের বোলারদের। শুরুতেই বুমরাহ সুযোগ তৈরি করলেও সেটি হাতছাড়া হয় স্লিপে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানে এগিয়ে থেকে প্রায় নিশ্চিতভাবেই এগিয়ে আছে ভারতের মাটিতে সিরিজ জয়ের পথে—যা গত ১২ বছরে ভারতের প্রথম ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ হার হওয়ার সম্ভাবনাও তৈরি করেছে।

আরও পড়ুন

ভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: মুথুস্বামীর সেঞ্চুরি, জানসেনের ঝড়ো ইনিংসের জোরে প্রোটিয়ারা লড়াইয়ের স্কোরে

ভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: সমানে সমানে লড়াই, কুলদীপ নিলেন ৩ উইকেট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...