Homeখেলাধুলোক্রিকেটভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: মুথুস্বামীর সেঞ্চুরি, জানসেনের ঝড়ো ইনিংসের জোরে প্রোটিয়ারা লড়াইয়ের...

ভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: মুথুস্বামীর সেঞ্চুরি, জানসেনের ঝড়ো ইনিংসের জোরে প্রোটিয়ারা লড়াইয়ের স্কোরে     

মুথুস্বামী তাঁর ক্রিকেটজীবনে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন, আর জানসেন খেললেন মাত্র ৯১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস।

প্রকাশিত

দক্ষিণ আফ্রিকা: ৪৮৯ (সেনুরান মুথুস্বামী ১০৯, মার্কো জানসেন ৯৩, কুলদীপ যাদব ৪-১১৫, জসপ্রীত বুমরাহ ২-৭৫)

ভারত: ৯-০ (যশস্বী জয়সোয়াল ৭ নট আউট, কে এল রাহুল ২ নট আউট)   

খবর অনলাইন ডেস্ক: গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিনটি দক্ষিণ আফ্রিকার জন্য যেন স্বপ্নের মতো কেটেছে। দিনের শুরুতে ২৪৭/৬ স্কোর নিয়ে মাঠে নেমে প্রোটিয়ারা প্রায় তিনটি সেশন জুড়ে ভারতীয় বোলারদের ক্লান্ত করে দিয়ে প্রথম ইনিংসে বিশাল ৪৮৯ রান তোলে। ফলে দিনের শেষে দর্শকদের উচ্ছ্বাস বেশ খানিকটা স্তিমিত হয়ে যায়।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং সাফল্যের মূল কারিগর ছিলেন সেনুরান মুথুস্বামী ও মার্কো জানসেন। মুথুস্বামী তাঁর ক্রিকেটজীবনে প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন, আর জানসেন খেললেন মাত্র ৯১ বলে ৯৩ রানের ঝড়ো ইনিংস। দু’জনের ব্যাট ভারতীয় বোলিং আক্রমণ পুরো দিন জুড়ে নিষ্প্রভ করে রাখল।

প্রথমে ধীর গতিতে রান, পরে আগ্রাসন

এটা মুথুস্বামীর অষ্টম টেস্ট। অথচ সেই টেস্টে ব্যাট করলেন অভিজ্ঞতার ছাপ রেখে। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে সামলাতে তিনি ব্যবহার করেন শক্তিশালী ফ্রন্টফুট ডিফেন্স, আর ভারতের স্পিনারদের বিরুদ্ধে ভরসা রাখেন ব্যাকফুট খেলায়। দিনের শুরুতেই ৪৮ রানে তিনি এলবিডব্লিউ হন, কিন্তু ডিআরএসে সামান্য গ্লাভস-স্পর্শ ধরা পড়ায় বাঁচেন। এর পর আর পিছনে তাকাতে হয়নি।

ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিলেন কুলদীপ। ছবি ‘X’ থেকে নেওয়া।

তাঁর সঙ্গী কাইল ভেরেইনের সঙ্গে প্রথমে ধীরস্থিরভাবে রান তুলে দক্ষিণ আফ্রিকাকে দাঁড় করিয়ে দেন শক্ত ভিতে। পরে ভেরেইনে আউট হওয়ার পর ম্যাচের রং বদলে দেন জানসেন। নিজের লম্বা উচ্চতা কাজে লাগিয়ে তিনি বারবার লং-অন ও ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছয় হাঁকান। রবীন্দ্র জাদেজার বিপক্ষে একাই মারেন চারটি ছয়—যা ভারতে কোনো বিদেশি ব্যাটারের এক ইনিংসে সর্বাধিক।

প্রথম সেশনে যেখানে রান আসে ধীর গতিতে (৬৯ রান, ২.৩৬ গড়), সেখানে পরের দুই সেশনে জানসেন-মুথুস্বামীর আগ্রাসনেই স্কোর দ্রুত ফুলে ওঠে। ভারতীয় অধিনায়ক ঋষভ পন্থ উইকেট না পেয়ে ফিল্ড ছড়িয়ে দিতে বাধ্য হন, যার ফলে সহজ সিঙ্গেল তুলে নেন দুই ব্যাটার।

ভারত বিনা উইকেটে ৯

ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ভারতের ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল অবিচ্ছিন্ন থেকে দিনশেষে ৯ রান করেন। তবে বিশাল স্কোরের চাপে ভারতকে সামনের দিনগুলোয় সাবধানেই পথ চলতে হবে।

উল্লেখযোগ্য ভাবে, ভারতে টেস্টের প্রথম ইনিংসে এত রান করে কখনো কোনো দল ম্যাচ হারেনি। এই পরিসংখ্যান দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জয়ের ঐতিহাসিক সুযোগের সামনে দাঁড় করিয়েছে।

আরও পড়ুন

ভারত-দক্ষিণ আফ্রিকা ২য় টেস্ট: সমানে সমানে লড়াই, কুলদীপ নিলেন ৩ উইকেট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...

অ্যাশেজে ভরাডুবির পর ম্যাককালামের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, ইংল্যান্ড কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম প্রস্তাব মন্টি পানেসারের

খবর অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি হতাশাজনক সফরের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের...