Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন রবীন্দ্র...

সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন রবীন্দ্র জাডেজা

প্রকাশিত

সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হারের মুখে পড়েছে ভারত। ইনিংস এবং ৩২ রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের জন্য সুখবর। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অনুশীলন শুরু করেছেন। অর্থাৎ, দ্বিতীয় টেস্টে তাঁকে মাঠে নামতেও দেখা যেতে পারে। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

পিটিআই-এর খবর, প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরিয়নে অনুশীলন করতে দেখা গেছে জাডেজাকে। ৩০-৪০ মিটার ছোট দৌড়ৃসহ সংক্ষিপ্ত ওয়ার্ম-আপ করেছিলেন তিনি। সুপারস্পোর্ট পার্কে উপস্থিত অনেকের মতেই, জাডেজা ফের নিজের ছন্দে ফিরছেন। এর পরে, প্রথম টেস্টে বেঞ্চে বসে থাকা অন্য ভারতীয় বোলার মুকেশ কুমারের সঙ্গে জাডেজা ২০ মিনিট ধরে বোলিংও করেন।

রিপোর্ট অনুযায়ী, জাডেজা বেশ কিছুক্ষণ ধরেই বোলিং করেছেন। নির্দিষ্ট একটি জায়গায় বল ফেলে ঘোরানোর চেষ্টা করছিলেন তিনি। বেশ কিছু বল ভাল ঘুরেছিল। সে সময়ের মধ্যে তাঁর পিঠে ব্যথা বা ক্র্যাম্পের মতো কোনও অস্বস্তি ছিল বলে দেখা যায়নি। এটা ভারতের জন্য সুখবর বলে মনে করা হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন যে জাডেজাকে শীঘ্রই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে দেখা যেতে পারে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

উল্লেখযোগ্য ভাবে, প্রথম টেস্টের সময়, ম্যাচ শুরুর আগে বিসিসিআই জানিয়েছিল যে জাডেজা পিঠের ব্যথার কারণে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। অনেকেই মনে করেন, জাডেজার জায়গায় ভারতের একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলা উচিত ছিল, কিন্তু টিম ম্যানেজমেন্ট আর অশ্বিনকে বেছে নেয়, যিনি মাত্র একটি উইকেট নেন এবং উভয় ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হন। তবে, তাঁর বলে খুব বেশি রান নিতে পারেননি বিপক্ষের ব্যাটারেরা।

আরও পড়ুন: ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।