কলকাতা: নতুন বছরের ৭-১৫ জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত হবে গঙ্গাসাগর মেলা। ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যেই সাধুসন্ত থেকে ভিন রাজ্যের পুণ্য়ার্থীরা এসে ভিড় জমিয়েছেন।
প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের তরফে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাবু,প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী শৌচালয় থেকে আরম্ভ করে,পুণ্যার্থীদের থাকার জায়গা। সমস্ত কিছু তৈরির কাজ চলছে।
গঙ্গাসাগর যাত্রার আগে দূরদূরান্ত থেকে সাধুদের ভিড় জমতে শুরু করেছে। ট্রেনে করে হাওড়া এবং শিয়ালদহে এসে পৌঁছচ্ছেন সাধুসন্তরা। কয়েকদিন পরেই বাবুঘাটে পুণ্যার্থীদেরও ভিড়ে জমে উঠবে। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ‘ট্রানজিট গ্রাউন্ড’-এর আয়োজন নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়েছে কলকাতা পুরসভায়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা এসে ভিড় করেন বাবুঘাট চত্বরে। কারণ, এটি রাজ্যের দক্ষিণের শেষ প্রান্ত সাগরে অনুষ্ঠিত হওয়া গঙ্গাসাগর মেলার প্রথম ট্রানজিট পয়েন্ট। সাগরমেলার এই ট্রানজিট ক্যাম্পে একবেলা-দু’বেলার জন্য বিশ্রাম নিয়েই তীর্থযাত্রীরা গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন।
ইতিমধ্যে কয়েকশো সাধুসন্ত বাবুঘাটে এসে পৌঁছেছেন। তাঁদের উপস্থিতি একেবারে অন্য আবহ তৈরি করেছে। বছরের পৌষ মাস ছাড়া ওই এলাকার বেশ ফাঁকা থাকে। সন্ধ্যা থেকে সাধুদের আখড়াগুলোয় সাধারণ মানুষের ভিড় জমতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ৮ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি বৈঠক থেকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর