Homeখবরকলকাতাক'দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

প্রকাশিত

কলকাতা: নতুন বছরের ৭-১৫ জানুয়ারি সাগরদ্বীপে আয়োজিত হবে গঙ্গাসাগর মেলা। ১৫ জানুয়ারি রাত থেকে ১৬ জানুয়ারি সকাল পর্যন্ত চলবে পুণ্যস্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যেই সাধুসন্ত থেকে ভিন রাজ্যের পুণ্য়ার্থীরা এসে ভিড় জমিয়েছেন।

babughat 2

প্রতি বছরের মতো গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের তরফে বাবুঘাটে ইতিমধ্যেই বিভিন্ন তাবু,প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী শৌচালয় থেকে আরম্ভ করে,পুণ্যার্থীদের থাকার জায়গা। সমস্ত কিছু তৈরির কাজ চলছে।

গঙ্গাসাগর যাত্রার আগে দূরদূরান্ত থেকে সাধুদের ভিড় জমতে শুরু করেছে। ট্রেনে করে হাওড়া এবং শিয়ালদহে এসে পৌঁছচ্ছেন সাধুসন্তরা। কয়েকদিন পরেই বাবুঘাটে পুণ্যার্থীদেরও ভিড়ে জমে উঠবে। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ‘ট্রানজিট গ্রাউন্ড’-এর আয়োজন নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়েছে কলকাতা পুরসভায়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা এসে ভিড় করেন বাবুঘাট চত্বরে। কারণ, এটি রাজ্যের দক্ষিণের শেষ প্রান্ত সাগরে অনুষ্ঠিত হওয়া গঙ্গাসাগর মেলার প্রথম ট্রানজিট পয়েন্ট। সাগরমেলার এই ট্রানজিট ক্যাম্পে একবেলা-দু’বেলার জন্য বিশ্রাম নিয়েই তীর্থযাত্রীরা গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন।

babughat 3

ইতিমধ্যে কয়েকশো সাধুসন্ত বাবুঘাটে এসে পৌঁছেছেন। তাঁদের উপস্থিতি একেবারে অন্য আবহ তৈরি করেছে। বছরের পৌষ মাস ছাড়া ওই এলাকার বেশ ফাঁকা থাকে। সন্ধ্যা থেকে সাধুদের আখড়াগুলোয় সাধারণ মানুষের ভিড় জমতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ৮ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, প্রস্তুতি বৈঠক থেকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...