Home খেলাধুলো ক্রিকেট কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

0

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২৮৮-৪। দ্বিতীয় দিন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। শুক্রবার ৪৩৮ রান করে তারা। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান এক উইকেটে ৮৬। ভারতের থেকে ৩৫২ রানে পিছিয়ে তারা।

ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিনে ব্যাট হাতে দাপট দেখায় ভারত। শেষমেশ সাড়ে চারশোর দোড়গোড়ায় থামে ভারতের প্রথম ইনিংস। বিরাট কোহলি মাইলস্টোন ম্যাচ শতরানে স্মরণীয় করে রাখেন। হাফ-সেঞ্চুরি করেন রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। 

ভারতের হয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন অশ্বিন। ৭৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। আটটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি ৫৬ রান করেন। কেমার রোচ তাঁকে বোল্ড করলেন। বিরাট কোহলি ১২১ রানের ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বিরাটকে। ১১টি বাউন্ডারির সাহায্যে ২০৬ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন তিনি। 

অধিনায়ক রোহিত শর্মা (৮০), রবীন্দ্র জাডেজা (৬১), যশস্বী জয়সওয়ালের (৫৭) ব্যাটে রানের বন্যা দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ এবং ওয়ারিকান তিনটে করে উইকেট শিকার করেন।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এ বারে তার পুনরুবৃত্তি ঘটেনি এখনও। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শুরুটা ভাল করেন। ৭১ রানের জুটি গড়েন তাঁরা। ৩৪ ওভার ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও উইকেট ফেলতে পারেননি ভারতীয় বোলারেরা। অবশেষে জাডেজার বলে আউট হন চন্দ্রপল। ৪১ ওভার ব্যাট করে এক উইকেটে ৮৬ রানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর। তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে নামতে দেখা যাবে অধিনায়ক ব্রেথওয়েট (৩৭) ও কির্ক ম্যাকেঞ্জি (১৪)-কে।

ভারতের রানের সমান করতে হলে তাদের এখনও ৩৫২ রান করতে হবে। ফলে তৃতীয় দিনের সকালটা যে দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দাপট ভারতের, সেঞ্চুরির অপেক্ষায় বিরাট

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version